ওয়েব সিরিজের পর এবার চলচ্চিত্র নির্মাণে নিজের নাম লেখাতে যাচ্ছেন বাশার জর্জিস।
২০২৩ সালে চরকিতে তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’ প্রচারিত হয়। প্রথম সিরিজেই দর্শকের মন জয় করার পর এবার সিনেমা নির্মাণে মনোযোগ দিয়েছেন পরিচালক ।
বিভিন্ন পত্রপত্রিকার বরাতে জানা গেছে নির্মীয়মাণ সিনেমাটির চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জর্জিস। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন তিনি।
তবে ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলেও গণমাধ্যমে সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন পরিচালক। জর্জিস জানান, মানুষের অন্তর্গত জীবনের সাথে বাস্তব জীবনের যে মিল-অমিল থাকে তাই সিনেমাটির মাধ্যমে বেরিয়ে আসবে।
যুক্তরাজ্যের ব্রিজ একাডেমি থেকে ডিজিটাল ফিল্ম মেকিংয়ে ডিপ্লোমা করেছেন বাশার জর্জিস। ২০১০ সালে বিবিসির সাথে যুক্ত হওয়া জর্জিস ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অর্থায়নে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন।
দুই শতাধিক বিজ্ঞাপন ও দুটি রিয়েলিটি শোতে কাজ করা এ নির্মাতার শর্টফিল্ম ‘মর্নিং কফি’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। এছাড়াও তার পরিচালিত ধারবাহিক নাটক ‘উজান গাংগের নাইয়া’ও বেশ দর্শক সমাদর পায়।