বেশ হাক ডাক করেই রাজনীতিতে প্রবেশ করেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি এখন বিজেপির সংসদ সদস্যও। তবে বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতির প্রতি বিরক্ত এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।
সবে এক বছর হয়েছে তার সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা রানাওয়াত। সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বললেন, ‘সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’
রাজনৈতিক জীবন সম্পর্কে ইউটিউব চ্যানেল ‘আত্মা ইন রাভি’-এর একটি পডকাস্টে কঙ্গনা এই নিয়ে কথা বলেছেন।
পডকাস্টে যখন জিজ্ঞাসা করা হয় রাজনৈতিক কেরিয়ারে তিনি আনন্দ পাচ্ছেন কিনা? জবাবে কঙ্গনা বলেন,“আমি ধীরে ধীরে বুঝতে পারছি। আমি বলব না যে আমি এতে (রাজনীতিতে) আনন্দ পাচ্ছি। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরণের কাজ, যা সামাজিক সেবা।
এটা কখনোই আমার ব্র্যাকগ্রাউন্ড ছিল না। আমি কখনও মানুষের সেবা করার কথা ভাবিনি। আমি নারীর অধিকারের জন্য লড়াই করেছি, কিন্তু এটা আলাদা। কারও নালা (ড্রেন) ভেঙে গিয়েছে এবং আমি ভাবছি, ‘আমি তো একজন সাংসদ এবং এই লোকগুলো কেন পঞ্চায়েত-স্তরের সমস্যা নিয়ে আমার কাছে আসছে।”
কঙ্গনা হতাশার সুরে বলেন, “কিন্তু এসবে মানুষের কিছু যায় আসে না। যখন তারা আমাকে দেখে, তারা ভুলে যায় আমি একজন সাংসদ। ভাঙা রাস্তা থেকে ড্রেন, সব নিয়ে কথা বলে আমার সঙ্গে। এবং আমি যখন তাদের বলি যে এটি রাজ্য সরকারের বিষয়, তারা বলে, ‘আপনার কাছেও তো টাকা আছে, আপনি আপনার নিজের টাকা ব্যবহার করুন।”
কঙ্গনা ২০২৪ সালের মার্চ মাসে বিজেপিতে যোগদান করেন। একই বছর লোকসভা নির্বাচনে বিজেপি দল থেকে সাংসদ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মান্ডি কেন্দ্র থেকে জয়ী হন।