Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো: ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: ফেসবুক

‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিন শট ভাইরাল হওয়ার পর থেকে তোলপাড় নেট দুনিয়া। গ্রুপটির টার্গেট লিস্টে ছিলেন দর্শক নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিয়ে প্রথম থেকেই সরব তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ৩ সেপ্টেম্বর ফারুকী সেই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল, সেই প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে স্ক্রিনশট শেয়ার করা পোস্টটি ডিলিট করে ফেললেও ভাইরাল গ্রুপ চ্যাটের ইস্যুটি নিয়ে তিনি তার মতামত প্রকাশ করে যাচ্ছেন।

৪ সেপ্টেম্বর সকাল সকাল বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট করেন ফারুকী। এই পোস্টে এবার তিনি ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের তুলনা করলেন একাত্তরের রাজাকারদের সাথে।

ফারুকী তার পোস্টে লেখেন, ‘এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশে শিল্পীর সাইন বোর্ড নিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নিরব সমর্থক ছিলো। এরা শুধু শিল্পী হিসাবে না, মানুষ হিসাবেও নীচু প্রকৃতির। একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করতো। ফলে এদের এযুগের রাজাকার বলতে পারেন। নিশ্চয়ই এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানী দেয়ার অপরাধে।’

মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক 

একই পোস্টে এরপর শিল্পচর্চার বিষয় তুলে ধরে নির্মাতা লেখেন, ‘কিন্তু আশার দিকটা আপনাদের বলি। দেখবেন এই গ্রুপের বেশিরভাগই আসলে কোনো শিল্পচর্চার সাথে সেই অর্থে জড়িত না। আমাদের মেইনস্ট্রিম (মানে টেলিভিশন, ওটিটি, এবং ফিল্মে যারা প্রধান শিল্পী; তথাকথিত এফডিসি বোঝানো হয়নি মেইনস্ট্রিম শব্দটা দিয়ে) অভিনয় শিল্পীদের কেউই এদের সাথে নাই। এরাই আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার।’

উল্লেখ্য যে, ‘আলো আসবেই’ নামের গ্রুপটির মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে দেখা গেছে শিল্পীদের একাংশকে। এই শিল্পীদেরই মূলত আন্দোলনের সময় দেখা গিয়েছিল বিটিভি কার্যালয়ে গিয়ে ভবনের ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখ প্রকাশ করতে এবং বিএফডিসি প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে নিজেদের মত প্রকাশ করতে।

‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস

ঢাকাই সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে ভার্চুয়াল তর্কযু’দ্ধ নতুন নয়।…

অঁলিয়েজ ফ্রসেসে দেশী বাদ্যযন্ত্রের প্রদর্শনী চলছে 

২৫ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী। ধানমণ্ডি ৩ এ অবস্থিত অঁলিয়জ ফ্রসেসে ২৯ নভেম্বর…

এবার ‘টার্গেট’ বাদশাহ

ইন্ডিয়ান আইডল ২০২৪ সিজনের বিচারক, র‌্যাপার বাদশাহ এবার ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট বলে দাবী…
Exit mobile version