২০ ডিসেম্বর এক সাথে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই হলিউড সিনেমা জে সি চ্যান্ডর পরিচালিত ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ও ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’।
মার্ভেল কমিকসের জনপ্রিয় ভিলেন চরিত্র ক্র্যাভেন বইয়ের পাতা থেকে ‘ক্র্যাভেন দ্য হান্টার’ সিনেমার মধ্য দিয়ে উঠে এসেছেন বড়পর্দায়। সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত আমেরিকান সুপারহিরো ছবি ‘ক্র্যাভেন দ্য হান্টার’। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো কমিকসের পাতা থেকে সিনেমার পর্দায় আসছেন ক্র্যাভেন। সনি পিকচার্স প্রযোজিত মার্ভেল ইউনিভার্সের অংশ এই সিনেমায় ক্র্যাভেন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন।
অন্যান্য চরিত্রে রয়েছেন রাসেল ক্রো, আরিয়ানা ডেবোস, ফ্রেড হেশিঙ্গার, আলেসান্দ্রো নিভোলা, ক্রিস্টোফার অ্যাবোট প্রমুখ। জে সি চ্যান্ডর পরিচালিত ছবিটি স্পাইডার-ম্যান ছাড়াই একটি ভিলেন কেন্দ্রিক গল্প হিসেবে নির্মিত হয়েছে।
অন্যদিকে, ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমার বিশাল এক দর্শক তো আছেই। যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’ । মূলত ২০১৯ সালের সিনেমার প্রিকুয়েল হিসেবে ব্যারি জেনকিন্স এই বছরে নির্মাণ করেছেন ‘মুফাসা: দ্য লায়ন কিং’। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে মুফাসার জীবনের শুরুর দিকের গল্প। কীভাবে এক অনাথ সিংহ থেকে প্রাইড ল্যান্ডসের মহাকাব্যিক নেতা হয়ে উঠলো মুফাসা। তার বন্ধু ও শত্রুদের সঙ্গে সম্পর্কের ভিত্তি এবং সারাজীবনের জন্য তার জীবনের দর্শন কীভাবে তৈরি হয়, সেটি এই ছবির মূল প্রতিপাদ্য। মুফাসা হলো, দ্য লায়ন কিং-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং আফ্রিকার সাভানায় পশুদের রাজা। সিনেমার গল্প মূলত মুফাসার পুত্র সিম্বাকে ঘিরে আবর্তিত, তবে মুফাসার চরিত্র গল্পের কেন্দ্রে গভীর ভূমিকা রাখে। এখানে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের। টিমন ও পুম্বার চরিত্রে বিলি আইচনার এবং সেথ রোজেন থাকছেন তাদের আগের ভূমিকায়।