হঠাৎ করেই পর্দা থেকেই যেন হারিয়ে গেছেন একসময়ের দাপুটে অভিনেত্রী অরুনা ইরানি।
অরুনা তার দীর্ঘ ক্যারিয়ারে কখনো তথাকথিত ‘বড়’ রোলে অভিনয় করেননি। কিন্তু তার ঝুলিতে আছে বলিউডের নামকরা – জনপ্রিয় ব্যবসা সফল সিনেমা। তবে সম্প্রতি তাকে দেখা যাচ্ছে না কোথাও।
তার ক্যারিয়ারের ঝুলি বেশ বড়সড়। ৭৯ বছরের অরুণা ইরানি ১৯৬১ সালে মাত্র নয় বছর বয়সে দিলীপ কুমারের বিপরীতে গঙ্গা যমুনার মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর মালা সিনহার ছবিতেও শিশুশিল্পী হিসাবে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
হিন্দি, কন্নড়, মারাঠি ও গুজরাটি ভাষায় পাঁচশোর বেশি সিনেমায় তাকে দেখা গেছে। পেট প্যায়ার অউর পাপ (১৯৮৪) ও বেটা (১৯৯২) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং মোট দশবার এই বিভাগে মনোনয়ন লাভ করেছেন, যা এই বিভাগে সর্বাধিক মনোনয়নের রেকর্ড। ২০১২ সালে ৫৭তম ফিল্মফেয়ার পুরস্কার আয়োজনে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হয়।
১৯৯০ সালের দিকে মেহমুদের সাথে প্রেমের কারণে তার বড় পর্দার অভিনয় জীবনে ভাটা পড়ে। এরপর থেকে ছোট পর্দায় তাকে ব্যস্ত হয়ে দেখা গেছে।
তিনি মেহেন্দি তেরে নাম কি , রাব্বা ইশক না হো , বৈদেহীসহ টেলি-সিরিয়ালগুলির পরিচালনা ও প্রযোজনাও গ্রহণ করেছিলেন। বর্তমানে এই নিয়েই বেশ আছেন অরুনা ইরানি।