Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

“উৎসব” দেখে আনন্দিত বাঁধন

এবারের ঈদে মুক্তি পেয়েছে আজমেরি হক বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। দর্শক মনে বেশ ভালোই জায়গা করে নিয়েছে সিনেমাটি। বাঁধনের সিনেমা ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আরেক আলোচিত সিনেমা ‘উৎসব’। এবার সেই উৎসব ছবিটি দেখলেন বাঁধন। জানালেন নিজের মুগ্ধতার কথা।

গতকাল সোমবার ‘উৎসব’ ছবিটি দেখেছেন বলে নিজের ফেসবুক পোস্টে জানান বাঁধন। দেখার পর নিজের মুগ্ধতার কথা জানালেন। তিনি লিখেছেন “উৎসব” ছবিটি দেখার পর আমার মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবি দেখার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে ছবির পরিচালক তানিমকে ঠিকমতো কৃতজ্ঞতা জানাতে পারিনি।’

নিজের ছবি ‘এশা মার্ডার:কর্মফল’- এর শো তে দর্শকদের সাথে অভিনেত্রী আজমেরি হক বাঁধন | ছবি: ফেসবুক

‘উৎসব’ আলাদা ধরনের একটা ছবি, যা সাধারণত বাংলাদেশে দেখা যায় না বলেও মন্তব্য করেন বাঁধন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে এমন চলচ্চিত্র খুব কমই দেখা যায়, যা সুনির্মিত এবং একই সঙ্গে চিত্রনাট্য নিখুঁত—রাজনৈতিকভাবে সচেতন ও লিঙ্গ-সংবেদনশীলও। ছবিটি দেখার পর সত্যিই আমি একেবারে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব সময়ই বিশ্বাস করে এসেছি, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও প্রগতিশীল নির্মাতা দরকার, তার থেকেও বেশি দরকার এমন প্রযোজক, যাঁদের মধ্যে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও সাহস থাকবে, যাঁরা চলচ্চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান।’

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ নিয়ে বাঁধন আরো লিখেছেন, “উৎসব” আমাকে আশার আলো দেখিয়েছে। গর্বিত করেছে। আর আমাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে, তা হলো দর্শকের প্রতিক্রিয়া। মনে হয়েছে, দর্শকেরা পুরোপুরি তৈরি। তারা এই ধরনের সিনেমা দেখতে চায়।’

সবশেষে বাঁধন লিখেছেন, ‘এখনই সবচেয়ে সুন্দর সময়, ভাবার সময়, আমাদের প্রতিভাবানদের নিয়ে আসলে কী করছি। আরও বেশি গুরুত্বপূর্ণ, যে সমাজ আমাদের তৈরি করেছে, সেই সমাজকে আমরা কী দিচ্ছি।’

‘উৎসব’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রতি পদে পদে আপনাকে অনুভব করি: শাকিব খান

২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। আজ তার চলে যাওয়ার ৮ বছর পূর্ণ হল। আজ নায়করাজকে…

নায়িকা নয়, নিজেকে অভিনেত্রী মনে করি- নাজিফা তুষি  

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার পর…

পুরস্কার তুলতে এক হাতই যথেষ্ট- শাহরুখ খান

গতকাল বুধবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মুক্তি পেয়েছে আরিয়ানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’য়ের প্রথম টিজার।…
0
Share