Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

গানের শোতে এক তরুণীর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে পড়েছিলেন উদিত নারায়ণ । তারই কিছুদিন পর এবার আইনি বিপাকে পড়লেন গায়ক। উদিতের বিরুদ্ধে খোরপোষ সংক্রান্ত অভিযোগ তুলে মামলা করেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।

রঞ্জনা ঝা’কে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে এমন অভিযোগ তুলে আইনীভাবে মামলা করা হয়। গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে এ নিয়ে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উদিত। তার দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

একই ধরনের মামলায় আগেও হাজিরা দিয়েছেন গায়ক। বিহারের মহিলা কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দু-পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন। সেই মামলা থেকে জানা যায়, প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটি রুপির একটি বাড়ি এবং ২৫ লক্ষ রুপির গয়না।

এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে দীপা গহত্রাজকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। তিনিও একজন গায়িকা। দীপা আদপে নেপালের মেয়ে, তিনি মুম্বাই এসেছিলেন গায়িকা হতেই। সেই সূত্র ধরেই তার সঙ্গে আলাপ হয় উদিতের। বিয়ের পরবর্তী সময়ে তাদের এক সন্তানও হয়, যার নাম আদিত্য নারায়ণ। তিনিও বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঞ্চালক।

রঞ্জনাকে কবে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ তা স্পষ্ট নয়। এবিষয়ে রঞ্জনা দাবি করেছিলেন মুম্বাই এসে  প্রতিষ্ঠিত হওয়ার আগে রঞ্জনাকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। ১৯৮৪ সালে তাদের বিয়ে হয়। পড়ে তবে মুম্বাইয়ে এসে তাকে ভুলে দ্বিতীয় বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনার দাবি, উদিত তাকে ডিভোর্স দেননি, এমনকি দ্বিতীয় বিয়ের কথাও জানায়নি। ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে রঞ্জনার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা নিজেই।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাশুড়ির সাথে মহাকুম্ভ আখড়ায় ক্যাটরিনা

বলিউডের গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ সংসারী নারীর মতোই ঘর সামলাচ্ছেন। অভিনয়ের সাথে সমানতালে যত্ন নিচ্ছেন…

সুদ নেয়া আমার জন্য হারাম- শাহরুখ খান

শাহরুখ খানের উদারতার প্রশংসা করেছেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রবি চোপড়ার স্ত্রী এবং প্রযোজক রেণু চোপড়া। রবি…

প্রতারণা মাম*লা থেকে খালাস পেলেন অনন্ত জলিল  

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয়জনকে প্রতারণার অভিযোগের মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। গত রবিবার ঢাকার…
Exit mobile version