৩০ আগস্ট শ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-তে মুক্তি পেয়েছে নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘অতি উত্তম’। বাংলাদেশ থেকেও এখন ঘরে বসেই দর্শক দেখতে পারছেন তাদের মহানায়ককে।
চলতি বছরের ২২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, এই প্রথমবার পর্দায় কোনো অভিনেতার মৃত্যুর প্রায় ৪৪ বছর পর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে।
সিনেমাটিতে মহানায়কই ছিলেন মূল চরিত্রে। কীভাবে প্রসঙ্গনে নির্মাতা সৃজিত জানিয়েছিলেন, ‘উত্তম কুমারের বিভিন্ন ছবির ক্লিপ কেটে কেটে সিনেমাটি বানানো হয়েছে। ‘অতি উত্তম’ ছবির শুটিংয়ের সময় এটাই ছিল আমাদের মনিটর কনসোল। লেন্সিং, ক্যামেরা মুভমেন্ট, চরিত্রদের চলাচল, ইত্যাদি একই সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে ভিএফএক্সে মনিটর আর ক্যামেরা মনিটরের সাহায্যে। সেখানে আবার একই সঙ্গে উত্তম কুমার যে দৃশ্যে আছেন বা নেই তবে পুরনো ছবির ক্লিপ কেটে সেগুলোকে সুপার ইমপোজ করা হয়েছে।’
উল্লেখ্য, উত্তম কুমার ছাড়াও ‘অতি উত্তম’ সিনেমায় অভিনয় করেছেন, রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।