Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

ঈদে মাকে যেভাবে স্মরণ করলেন আরিফিন শুভ

আরিফিন শুভ ও তার মা | ছবি: ফেসবুক

চিত্রনায়ক আরিফিন শুভ মা পাগল ছেলে হিসেবে বেশ পরিচিত। প্রায় সময়ই সোশ্যাল মিডিয়ায় মায়ের সাথে নানান মুহূর্তের ভিডিও ও ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়তেন তিনি। তবে চলতি বছরের শুরুতেই মাকে হারিয়ে জীবন বদলে গেছে অভিনেতার। মাকে ছাড়াই এবারের ঈদুল আজহা উদযাপন করতে হয়েছে তাকে। তাইতো আবেগঘন স্ট্যাটাস পোস্ট করে প্রয়াত মাকে স্মরণ করেছেন তিনি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভ লেখেন, ‘গত তিন দিন ধরে হঠাৎ করেই প্রেশার লো হলো। ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছে কী করতে হবে। সব স্টাফদেরও ছুটি ঈদের কারণে। তো আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারবো কিনা। সকাল থেকে দুইবার কাপড় পরেও শরীর বেগতিক দেখে বের হইনি।’

অভিনেতা যোগ করেন, ‘সন্ধ্যার আগে মনে হলো বুকের ভেতরটা কেমন করে উঠলো। ভাবলাম যা আছে কপালে। রাস্তায় বিপদে পড়লে গাড়ি সাইড করে বসে থাকবো।’

এরপর শুভ লেখেন, ‘কিন্তু আলহামদুলিল্লাহ কোনও অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মার সঙ্গে দেখা করে বাড়িও চলে আসলাম। মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করে ছিল যে ঈদের দিন আসলি না তুই। এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে। আর বলছে, রাস্তায় সাবধানে দেখেশুনে যাবি। আর বলছে আমার সব শাড়িগুলোকে পাঞ্জাবি বানিয়ে ফেললি?’

আরিফিন শুভ | ছবি: ফেসবুক

সবশেষে শুভ তার মাকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমি ভালো আছি মা, তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো।’

উল্লেখ্য যে, একই পোস্টে শুভ নিজের দুটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে অভিনেতার পরনে দেখা যাচ্ছে শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি। বলা বাহুল্য, মায়ের শাড়ি দিয়ে আবারও পাঞ্জাবি বানিয়ে ঈদের পোশাক পরেছিলেন ‘মুজিব: একটি জাতির রুপকার’ খ্যাত এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক আরিফিন শুভর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’

থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই

থালাপতি বিজয়কে জিজ্ঞাসাবাদ গত বছর তামিলনাড়ুর করুর জেলায় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে ভয়াবহ…
থালাপতি বিজয়কে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ রেকর্ড গড়েছে

ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ পাকিস্তানী ধারাবাহিক ‘সানওয়াল ইয়ার পিয়া’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে…
দুরেফিশানের ধারাবাহিক বিলিয়ন ভিউ

পুলিশ কনস্টেবল থেকে ইন্ডিয়ান আইডল তারপর চির বিদায়

প্রশান্ত তামাং ২০০৭ সালে দার্জিলিং পাহাড়ে ঘটে এক হৈ হৈ রৈ রৈ কাণ্ড। আনন্দে ভরে উঠে পুরো পাহাড় অঞ্চল। দার্জিলিং…
পুলিশ কনস্টেবল থেকে ইন্ডিয়ান আইডল
0
Share