বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রোগ্রাম ‘ইত্যাদি’-র ঈদুল ফিতর স্পেশাল এপিসোডে একসাথে কণ্ঠ মিলিয়ে গাইবেন দুই ভাই, সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান। গীতিকার কবির বকুলের ফোক ও আধুনিক ধারার সমন্বয়ে লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান নিজেই।
১ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে নতুন গানটির দৃশ্যধারণ। প্রতীক ও প্রীতমের সাথে গানটিতে আরও দেখা মিলবে আটজন তরুণ বিট বক্সারের।
প্রতীক ও প্রীতমের বাবা প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু ‘ইত্যাদি’ অনুষ্ঠানটির গানের ফোক অংশে ছিলেন নিয়মিত। এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো গান গেয়ে ছোট পর্দায় অভিষেক ঘটেছিল প্রতীক ও প্রীতমের, শিল্পী খালিদ হাসান মিলুর সপরিবার জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটিও ইত্যাদিতে প্রচারিত হয়। দীর্ঘদিন পর আবারো সেই ‘ইত্যাদি’-তে একসাথে কণ্ঠ মিলিয়ে গাইবেন দুই ভাই।
উল্লেখ্য, সম্প্রতি চরকি অরিজিনাল সিনেমা কাছের মানুষ দূরে থুইয়া-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও আলোচিত কোক স্টুডিওর ‘দেওরা’ গান, ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় গানে পাওয়া গেছে সংগীতশিল্পী প্রীতম হাসানকে।