Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ঈদে থাকছে অভিনেত্রী ফারিন খানের চমক

তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এই সময়ের অভিনেত্রী ফারিন খান। অল্প সময়ের ক্যারিয়ারে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক। ঈদের নাটকের অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এই ঈদে ছয়টির মতো নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার মধ্যে মুশফিক আর ফারহানের সাথে ‘আবদার’ ও আরেকটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এছাড়া অভিনেতা ইরফান সাজ্জাদের সাথে ‘আজান’ ও ‘ফায়ার ফাইটার- এ। সোহেল মণ্ডল ও শাশ্বত দত্তের সঙ্গেও একটি করে নাটক আসতে পারে ঈদে। 

‘আজান’ নাটকে ফারিনকে দেখা যাবে বিয়ে পরবর্তী এক সংগ্রামের জীবনে। নাটকটি নিয়ে ফারিন গণমাধ্যমকে জানান, ‘আজান একদম ভিন্ন ঘরানার গল্পের নাটক। আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। একজন নারীর পুরো জীবন পরিক্রমা তুলে ধরেছেন পরিচালক। সাধারণ মেয়ে, তার বিয়ে-পরবর্তী জীবন, প্রেগন্যান্সি পিরিয়ড এবং অভাব-অনটনের জীবন ফুটে উঠেছে গল্পে। চিত্রনাট্য যত এগোয় আমার চরিত্রটি তত বাঁক নেয়’।

‘ফায়ার ফাইটার’ নাটকে দেখানো হবে ফায়ার সার্ভিসের গল্প। একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এটি। নাটকে ইরফান সাজ্জাদের জুটি হিসেবে থাকবেন ফারিন। বিয়ের দিন ঘটে যাওয়া  দুর্ঘটনা নিয়ে আগাবে সিনেমার গল্পটি।

ঈদের বেশিরভাগ নাটকে সহ-অভিনেতা হিসেবে ফারিনের সাথে থাকবে ইরফান সাজ্জাদ ও মুশফিক আর ফারহান।  এই দুজনের বিষয়ে ফারিন বলেন, ’ফারহান ভাইয়ের সঙ্গে এর মধ্যে ১০টি নাটক করেছি। আজকের ফারিন মানে অভিনয়ে আমার পরিপক্ব হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার। বলতে পারেন ইন্ডাস্ট্রিতে তিনি আমার অভিভাবক।

অন্যদিকে ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। আগে তার সঙ্গে দেখা হয়েছে, গল্প হয়েছে তবে ক্যামেরার সামনে এবারই প্রথম দাঁড়ালাম। শুটিংয়ের আগে আমরা চার-পাঁচ দিন বসেছিলাম প্রি-প্রোডাকশনের কাজে। ধীরে ধীরে তাকে বেশি করে বুঝতে শুরু করলাম। এরপর শুটিংয়ে তো সংকোচ কেটে গেল।‘

আবারো কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কিনা জিজ্ঞেস করলে এই অভিনেত্রী জানান

নির্মাতার সাথে কথা চলছে। মিটিংও করেছেন তারা। এই বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সিনেমার বিস্তারিত জানানো হবে জানান এই অভিনেত্রী ।

ওটিটিতেও কাজ করছেন এই অভিনেত্রী। গত বছর ‘বিলাই’ ও ‘ত্রিভুজ’ ওয়েবফিল্মে কাজ করে বেশ সাড়া পেয়েছিলেন এই অভিনেত্রী । ‘বিলাই’ য়ের জন্য মার্চের শেষের দিকে নেপাল থেকে  আরেকটি পুরস্কার হাতে আসতে পারে বলে জানান ফারিন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রুনা লায়লার আমাদের গান শেয়ার করেছেন- ফারিয়া

গত সোমবার ‘জ্বীন থ্রি’ ছবির ‘কন্যা’ শিরোনামে গান প্রকাশ হয়। গানটি প্রকাশের পর সজল ও নুসরাত ফারিয়া জুটির ভূয়সী…

বিশেষ দায়িত্ব পেলেন অভিনেত্রী নওশাবা আহমেদ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রাণীকল্যাণ এবং পরিবেশ সংরক্ষণে গভীর আগ্রহী। তার এই সচেতনতার স্বীকৃতিস্বরুপ একটি…

সালমান খানকে প্রত্যাখ্যান করেছিলেন জুহি চাওলা

অতীতে সালমান খানের নাম একাধিক অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছিল, যেমন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জারিন খান এবং…

হলিউডে বাংলাদেশী অভিনেত্রী অপর্ণার অভিষেক

বাংলা নাটকের অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। তিনি পেশায় একজন প্রকৌশলী। নাটকের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে…
0
Share