Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঈদে জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ

গত বছরের মার্চে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন জয়া আহসান। আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ নামক সিরিজে তার অভিনয়ের কথা ছিল। তবে ‘জিম্মি’ সিরিজের আগে চলতি বছর নুহাশ হুমায়ূনের দ্বিতীয় সিরিজ ‘অন্তরা’ পর্ব দিয়ে দেশের ওটিটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল জয়াকে। এক বছর পর অবশেষে ‘জিম্মি’ নিয়ে ফিরছেন তিনি, এবং রোজার ঈদ উপলক্ষে ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পাবে।

‘জিম্মি’ সিরিজে জয়া আহসান

অন্তরা’ সিরিজে জয়া অতিথি চরিত্রে ডাইনিরূপে হাজির হলেও জিম্মি’ সিরিজে তাকে রুনা লায়লা নামের এক সরকারি কর্মচারীর চরিত্রে দেখা যাবে। রুনা দীর্ঘ ১০ বছর ধরে কোনো প্রমোশন পায়নি, আর তার সংসারে চলছে স্বামী-স্ত্রীর টানাপোড়েন। উচ্চাকাঙ্ক্ষী রুনা একদিন অফিসের স্টোররুমে একটি বাক্স ভর্তি টাকা পেয়ে যায়, যা নিয়ে শুরু হয় এক নতুন টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি।

অন্তরা’ দিয়ে তার ওটিটি অভিষেক হলেও জয়া *‘জিম্মি’*কে নিজের প্রথম সিরিজ হিসেবে মনে করছেন। তিনি বলেন, “এই কাজটি আমার কাছে খুবই স্পেশাল। সিরিজটির কাজ আগেই শুরু হওয়ার কথা ছিল, তবে নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের শুরুতে শুটিং হয়, আর ঈদের সময় মুক্তি পাচ্ছে। এটি আমার প্রথম ওয়েব সিরিজ, নিপুনের সঙ্গে প্রথম কাজ এবং দারুণ এক গল্পের সিরিজ—সব দিক থেকেই এটি আমার কাছে স্পেশাল।”

নির্মাতা আশফাক নিপুন

ঈদ উৎসবে তার প্রথম সিরিজ আসতে পেরে উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, “ঈদের সময় দর্শক সিরিজটি দেখবে, এটা খুব ভালো লাগছে। আমার সঙ্গে ভালো ভালো অভিনেতারা কাজ করেছেন, আর নির্মাতা হিসেবে নিপুন তো পরীক্ষিত। হইচই প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ হয়েছে, দর্শকও পছন্দ করেছে। আশা করছি, এবারও দর্শক ভালো লাগবে। এখানে কাজ করে ব্যক্তিগতভাবে আনন্দ পেয়েছি। বাকিটা দর্শকদের ওপর। দর্শকদের বলব, জিম্মি’ ভালো লাগলে সবাইকে দেখার জন্য বলবেন।”

নির্মাতা আশফাক নিপুন বলেন, “এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। জয়া আহসানের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনেই আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণ চরিত্রটিকে জীবন্ত করে তুলবে। জয়া আহসান আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। সব মিলিয়ে দর্শক নতুন কিছু উপভোগ করবে।”

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের ‘জংলি’তে ‘পুষ্পা ও কবীর সিং- এর ছাপ

ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে…

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া…

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা…
0
Share