Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৪, ২০২৫

ঈদে আসছে ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের সিনেমা

ব্যতিক্রমী ও চোখ ধাঁধানো এক ঘটনা ঘটতে যাচ্ছে ঢাকাই সিনেমায়। দুই প্রজন্মের তারকাদের সম্মিলনে ঈদে আসছে সিনেমা ‘উৎসব’। কে নেই সেই সিনেমায়? অপি করিম শুরু করে সাদিয়া আয়মান।

“সংবিধিবদ্ধ সতর্কীকরণ–পরিবার ছাড়া দেখা নিষেধ” এমন স্লোগানে ‘উৎসব’ সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। সিনেমাটিতে পরিচালনা করেছেন তানিম নূর।  

মঙ্গলবার ১৩ মে সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়। জানানো হয়, সিনেমাটি উৎসবের আমেজে দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে।

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকেই। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনাও এই প্রথম।

সিনেমার ঘোষণা ও শিল্পী পরিচয় অনুষ্ঠানে অভিনব লুকে উপস্থিত হন শিল্পীরা। অনুষ্ঠানস্থলে সবাই প্রবেশ করেন মুখোশ পরে। এক পর্যায়ে নির্মাতা মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পীদের এবং একসঙ্গে মুখোশ খুলে স্বরূপে হাজির হন উপস্থিত অতিথিদের সামনে।

নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।

অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর ‘উৎসব’ সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা।

আফসানা মিমি বলেন, পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।

অপি করিম বলেন, সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম ‘উৎসব’ সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনও আছি।

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। ‘উৎসব’ প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কমিটির আপত্তির মুখে বুবলীর সিনেমার নাম পরিবর্তন  

সিনেমা প্রিভিউ কমিটির আপত্তির মুখে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পুলসিরাত’- এর নাম পরিবর্তন করতে…

এবার গানের ‘থাম্বনেইল’ থেকে পাকিস্তানি তারকাদের কেটে দিল বলিউড     

ভারতের পাকিস্তান-ঘৃণা যেন থামছেই না। নগ্নভাবেই ঘৃণার প্রকাশ করে যাচ্ছে ভারত। এবার বলিউডের কয়েকটি জনপ্রিয়…
Exit mobile version