দেশে এই মুহূর্তে চলছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জমজমাট উৎসব। সিনেমাহলে এখনো উপচেপড়া ভিড়। সিনেমাগুলোর রেশ থাকতে থাকতেই আলোচনা শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহার সিনেমাগুলো নিয়ে। কোন সিনেমাগুলো মুক্তি পাবে আগামী ঈদে?
জানা গেছে এবারের ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু সিনেমা তার মধ্যে আছে তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক, এশা মার্ডার: কর্মফল ইত্যাদি।
আসন্ন ঈদকে ঘিরে বেশ বড় আয়োজনে চলছে ‘তাণ্ডব’ সিনেমার নির্মান। জানা গেছে পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এই সিনেমার মধ্য দিয়ে ‘তুফান’ সাফল্যের পর আবারো পর্দায় জুটি হয়ে আসছেন রায়হান রাফী ও শাকিব খান। তাই এই সিনেমা নিয়ে দর্শক আগ্রহ থাকবে অনেক। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে (সাংবাদিক) থাকছেন জয়া আহসান।
নায়কের বিপরীতে কে থাকছেন, তা এখনও প্রকাশ্যে আনেন নি নির্মাতা।
তাণ্ডবের নির্মাতা রায়হান রাফী গণমাধ্যমকে জানান, কোরবানি ঈদ আমার জন্য খুব লাকি। সেই ধারাবাহিকতায় ‘তাণ্ডব’ কোরবানি ঈদেই আসছে। এখন পুরোদমে চলছে শুটিং। ‘তুফান’ এর পর দর্শক এখানে অন্যরকম এক শাকিব খানকে দেখতে পাবে, যেমনটা আগে কখনো দেখেনি।
এবার ঈদুল আজহায় আসছে আরিফিন শুভ। দীর্ঘ অনেক বছর ঈদে তার দেখা মেলে নি, তবে এবার স্বরূপে হাজির হবেন তিনি। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মিঠু খান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে।
কোরবানি ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ‘ইনসাফ’। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করেই এগোচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ শুটিং শেষ বলে জানা গেছে। এই সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন শরিফুল রাজ। তার সঙ্গে পর্দায় হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
সঞ্জয় সমদ্দার জানান, ‘সিনেমার শুটিং একদম শেষের দিকে। ৯৫ ভাগ অংশের কাজ শেষ বলা যায়। দুই-তিন দিন শুটিং করলে ‘ইনসাফ’ এর ক্যামেরা ক্লোজ হবে। এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে সিনেমাটি ঈদুল আজহাতে মুক্তি দেওয়ার।’
‘টগর’ নিয়ে আসন্ন ঈদে হাজির হবেন আদর আজাদ ও পূজা চেরি জুটি। ইতিমধ্যেই সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা শুরু করে দিয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।
ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা সানী সানোয়ার। মার্ডার মিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ প্রমুখ।
সানী সানোয়ার গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুরোদমে চেষ্টা করছি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার। এখনো দুই দিনের শুটিং বাকি রয়েছে, এছাড়া বাকি অংশটুকুর পোস্ট প্রডাকশনের কাজ চলছে দ্রুত গতিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গুছিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ঈদে দেখা হবে’।
ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আদর আজাদ অভিনীত ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। অন্যদিকে জিয়াউল রোশান অভিনীত দুই সিনেমা ‘পুলসিরাত’ ও ‘জামদানি’র কথাও শোনা গেছে। তবে এই সিনেমাগুলো মুক্তি পাবে কিনা তা এখনো জানা যায়নি।