Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার এখন ওমর সানী

ওমর সানী | ছবি: সংগৃহীত

নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেতা ওমর সানী। মাথায় পাগড়ি, আর গায়ে পুলিশের ইউনিফর্ম জড়িয়ে এবার তিনি অভিনয় করছেন ‘ওঙ্কার সিং কাটকার’ চরিত্রে।

মহান মুক্তিযুদ্ধে ‘অপারেশন জ্যাকপট’ নামের বিধ্বংসী এক অভিযান নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে চলেছিল সেই গেরিলা অপারেশন। যেখানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা। ঐ ঘটনা নিয়েই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আর এই সিনেমাতেই তৎকালীন ভারতের প্রভাবশালী অফিসার ওঙ্কার সিং রূপে পর্দায় দেখা দিবেন সানী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওঙ্কার সিং লুকের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এই ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার, তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে।”

জানা গেছে, এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলছে । সেখানেই একসাথে চার নায়ককে লুঙ্গি পরা অবস্থায় দেখা গেছে। তারা হলেন মানুন ইমন, জয় চৌধুরী, শিপন মিত্র ও শিমুল খান। চার নায়কের সঙ্গে ছিলেন একজন খলনায়কও। ইতিমধ্যেই এই অভিনয়শিল্পীদের সেই মুহূর্তের কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ‘অপারেশন জ্যাকপট’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রশংসায় ভাসছেন ফারিণ

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া…

সাইফ আলীর অস্ত্রোপচার সম্পন্ন, শরীর থেকে যা মিললো!  

১৬ জানুয়ারি প্রথম প্রহরে নিজ বাড়িতে ভয়াবহ হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন…

ওটিটিতে আসছে ‘দরদ’

আজ, ১৬ জানুয়ারি দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত…
Exit mobile version