সাধারণত ঈদুল আজহায় দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র কোনও পর্ব প্রচারিত হয় না। এবারও এর ব্যতিক্রম নয়। তবে ‘ইত্যাদি’ না থাকলেও ঈদে থাকছেন অনুষ্ঠানটির সুপরিচিত ব্যক্তিত্ব হানিফ সংকেত।
বরাবরের মত ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা ও উপস্থাপক হানিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুণ অডিও ভিশনের ব্যানারে নির্মাণ করেছেন ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। দর্শকদের জন্য তার পক্ষ থেকে উপহার হিসেবে আরও আছে নাটক ‘ব্যবহার বিভ্রাট’। যা রচনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।
জানা গেছে, ‘ব্যবহার বিভ্রাট’ নাটকটির গল্প একটি পোশাক প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল, নজরুল ইসলাম প্রমুখ। আর নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামা। সুর করেছেন হানিফ সংকেত এবং কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। তাছাড়া গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটি প্রচারিত হবে।
উল্লেখ্য যে, ‘পাঁচফোড়ন’ ও ‘ব্যবহার বিভ্রাট’- দুটিই প্রচারিত হবে এটিএন বাংলা চ্যানেলে।