Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫

ইতিহাসের খাতায় নাম লেখালো রজনীকান্তের ‘কুলি’

গেল জুলাই মাসে মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। ভেঙে ফেলে অনেক রেকর্ড। অন্যকোন সিনেমাই বক্স অফিসে ভালো করতে পারেনি এই সিনেমার জন্য। তবে অবশেষে সেই ঘোড়ার দৌড় থামালেন দক্ষিনী স্টার রজনীকান্ত।  

গত ১৪ আগস্ট মুক্তি পায় রজনীকান্তের ‘কুলি’। সমালোচকেরা শীর্ষ তালিকায় না রাখলেও দর্শকেরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন সিনেমাটিকে। মুক্তির মাত্র ১৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি! চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ছাবা’ ও ‘সাইয়ারা’র ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘কুলি’।

ভারতে ১৪ দিনে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ২৬৮ দশমিক ৭৫ কোটি রুপি। তবে ১৪তম দিনে সংগ্রহ ছিল মাত্র সাড়ে চার কোটি রুপি, ফলে ভারতে ৩০০ কোটির মাইলফলক ছুঁতে কিছুটা সময় লাগবে।

বিদেশে অবশ্য ছবিটি শুরু থেকেই ঝড় তুলেছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় রেকর্ড ভাঙা প্রথম সপ্তাহান্তে কাটিয়েছে ‘কুলি’। যদিও দিন দিন আয় কমেছে, তবু আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৮২ কোটি রুপি (২১ মিলিয়ন ডলার)।

গত সপ্তাহেই ‘কুলি’ অতিক্রম করেছে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর আয় (৪৮৮ কোটি রুপি)। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষ ২৫-এ অবস্থান করছে। তবে দক্ষিণি সিনেমার ইতিহাসে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। এখন ছবিটির লক্ষ্য ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’র (৫৮৮ কোটি) আয় ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’তে রজনীকান্ত অভিনয় করেছেন এক অবসরপ্রাপ্ত কুলি ও ইউনিয়ন নেতার ভূমিকায়। বন্ধুর মৃত্যুর পর তিনি জড়িয়ে পড়েন অপরাধ চক্রের সঙ্গে। ছবিতে আরও আছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির। অতিথি চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র ও আমির খান।

অবশ্য সমালোচকেরা ‘কুলি’ নিয়ে খুব একটা ইতিবাচক নন। তাদের মতে, নির্মাতা লোকেশ কঙ্গরাজের দুর্বল সিনেমাগুলোর একটি এটি। অ্যাকশন, স্টাইল আর রাজনীকান্তের উপস্থিতির জন্য প্রশংসা করলেও সমালোচকেরা ছবির চিত্রনাট্যের কড়া সমালোচনা করেছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েলের সাথে প্রেম ছিল তৌহিদ আফ্রিদির !

অভিনেত্রী কেয়া পায়েলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির, এমনটাই জানালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ…

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

পর্দায় বহুমুখী প্রতিভার বিস্ফোরণ ঘটানো দক্ষিণী মহাতারকা কমল হাসান। এই তারকার নামের সঙ্গে জড়িয়েছে অগণিত…

শাহরুখ নয়, শাকিবকেই বেছে নিলেন মনিকা কবির

রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে…
0
Share