Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ১৩, ২০২৫

ইউরোপে পুরস্কার পেল দেশী সিনেমা ‘বালুর নগরীতে’

চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হয়ে গেছে ইউরোপের অন্যতম গুরুত্বপুর্ণ চলচ্চিত্র উৎসব ‘কার্লোভি ভেরি’। এই উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে’। উৎসবে সিনেমাটির সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’। পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটি উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে।

পরিচালক মেহেদী হাসান | ছবি: ইন্টারনেট

উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলী এবং সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ অনেকেই এই পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন।

‎সিনেমাটির গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুটি গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে।‎

‎বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে, তার নাম হাসান। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।

‘স্যান্ড সিটি’ সিনেমার একটি দৃশ্য |

‎এই হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকে হাসান। তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।

চেক প্রজাতন্ত্রের এই উৎসব ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’ যার পরিচালক মিরো রেমো। এটি উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।

প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’

‎‎২০১৬ সালে মেহেদী হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’ লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোরসে প্রদর্শিত হয়। দুই বছর পর ২০১৮ সালে প্রদর্শিত হয় ‘ডেথ অব আ রিডার’। পরে ২০২০ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রথম কোনো বাংলাদেশি ছবি হিসেবে নির্বাচিত হয় মেহেদীর ‘দ্য বোরিং ফিল্ম’। ১৬ মিনিটের এই ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনা—সবই করেছেন মেহেদী হাসান।‎

ব্যাংকক-ভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান ডাইভারশন বিশ্বব্যাপী ‘স্যান্ড সিটি’ সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে। এ প্রতিষ্ঠানই এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

“‘অন্যদিন’..গোটা সিস্টেমের একটা মেটাফোরিক্যাল ক্রিটিক”

প্রায় দুই বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যদিন’। চলচ্চিত্রটি…

রেজাল্ট কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা: জোভান

আজ বৃহস্পতিবার ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এবারের…

আদালতে জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় আসামী করা হয় চিত্রনায়িকা…
0
Share