সঞ্জয় লীলা বানসালির প্রথম ওটিটি সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এর দাপট না থামতেই, ‘হীরামান্ডি ২’ নির্মাণের ঘোষণা দিলো নেটফ্লিক্স। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অফিশিয়াল ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ জুন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হীরামান্ডির বিশেষ চমক দিলো নেটফ্লিক্স। প্রকাশিত ভিডিও-তে দেখা গেছে, মুম্বাইয়ের কার্টার রোডে ১০০ নৃত্যশিল্পী আনারকলি ও ঘুঙুর পরে নাচছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, ‘হীরামান্ডি টু’ যখন আসবে’।
সিজন ২ নির্মাণের বিষয়ে এক বিবৃতিতে বানসালি জানিয়েছেন, ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর প্রতি ভালবাসা ও প্রশংসা পেয়ে আমি ধন্য। শোটি বিশ্বব্যাপী দর্শকদের আনন্দ দিয়েছে। নির্মাণের জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সাথী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা খুব শিগগির ফিরবো।’
যদিও এর আগে নির্মাতা বলেছিলেন, ‘সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা আমার পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই আমি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলাম। আর এই এক সিরিজেই আমার গল্প বলা শেষ।’
উল্লেখ্য, ১ মে নেটফ্লিক্সে মুক্তির পর রীতিমত তান্ডব চালিয়েছে ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এর আগে সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল।