বাংলার প্রথম সারির পরিচালকদের একজন সৃজিত মুখার্জি। শোনা যাচ্ছে, ২০২৪ সালে ভারতের লোকসভা ভোটের আগেই তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বায়োপিক নিয়ে আসছেন সৃজিত।
সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সৃজিত জানান, ‘আমি শুধু নিজের ভালো লাগার জন্য সিনেমা বানাই। কারণ একেক দর্শকের পছন্দ একেকরকমের। ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছি, সেই ভালোলাগার জায়গাগুলোকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। ফেলুদা পড়তে ভালো লাগতো তাই বানিয়েছি দার্জিলিংয়ে জমজমাট ‘ছিন্নমস্তার অভিশাপ’। আরও বানিয়েছি ‘মিশর রহস্য’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। জুলিয়েট-সিজারকে ফুটিয়ে তুলেছি ‘জুলফিকার’য়ে।’
এরপর রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিকের কথা উঠলে তিনি জানান, ‘মমতার জীবন নিয়ে খুব ভালো সিনেমা হবে। তবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বায়োপিক বানানোর সবচেয়ে বড় সমস্যা হলো, ছবিতে সব সত্যি দেখানো যায় না। কিছু অধ্যায় চেপে যেতে হয়। আর আমার সিনেমা বানানোর সময়ে এমন পরিবেশ লাগে, যেখানে শেষ বক্তব্য থাকবে আমারই। কেউ নাক গলাবে না আমার পরিচালনা নিয়ে। তাই বেশ কিছু রাজনৈতিক নেতার বায়োপিক বানানোর প্রস্তাব পেয়েও, হাতে নেইনি এখনও।
উল্লেখ্য, খুব জলদি মৃণাল সেনের বায়োপিক নিয়ে পর্দায় আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। এছাড়াও ২০২৩ সালে তার ‘দশম অবতার’ দাপিয়েছে বক্সঅফিস।