বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপ নিয়ে ২ সেপ্টেম্বর থেকে মিডিয়াপাড়ায় আলোচনা শুরু হয়েছে। এই গ্রুপটি হোয়াটসঅ্যাপে তৈরি করা হয়, যার অ্যাডমিন হিসেবে দেখা যাচ্ছে সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেতা সাজু খাদেম, রিয়াজ আহমেদ এবং শামীমা তুষ্টিকে।
সেখানে আন্দোলন চলাকালে নানা ধরণের আলোচনা করতে দেখা গেছে, যার স্ক্রিনশট বর্তমানে ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়াতে। মূলত সাবেক সরকারের পক্ষে থেকে বিভিন্ন কাজ করার জন্য এই গ্রুপটা তৈরি করা হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।
এই গ্রুপেরই একটি অংশ এফডিসিতে ৩ আগস্ট মানববন্ধনে অংশ নেন। অপরদিকে আরেকটি অংশ আগস্টের ১ তারিখে বিটিভি পরিদর্শনে গিয়েছিলেন।
এ প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন অভিনয়শিল্পী জানান, ‘রাজনৈতিক পছন্দ যাই থাকুক না কেন, ছাত্র জনতার আন্দোলনে যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চলেছে, তখন শিল্পীদের এমন পক্ষপাতিত্ব করা ও এখন তার প্রকাশ পাওয়া দুঃখজনক। কারণ শিল্পীরা মানুষের জন্যই কাজ করেন।’
গ্রুপটিতে শাহাদাত হোসেন, লিয়াকত আলী লাকি, ঝুনা চৌধুরী, অরুনা বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, তানভীন সুইটিসহ আরও অনেকের সংযুক্তি দেখা গেছে।
এ প্রসঙ্গে জানার জন্য চিত্রালীর পক্ষ থেকে ফেরদৌস আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।