অনুষ্ঠিত হয়ে গেলো ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্বের রুপালি জগতের সবচেয়ে বড় এই আসর প্রতি বছরই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। তবে এবারের আসর ‘আয়রনম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়রের অনুরাগীদের জন্য হয়ে থাকবে চিরস্মরণীয়। কেননা, প্রথমবারের মত এবারই ডাউনির হাতে উঠলো অস্কার।
‘ওপেনহেইমার’ সিনেমায় অভিনয়ের জন্য ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। বাফটা থেকে শুরু করে গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতে অস্কারের যোগ্য দাবিদারই ছিলেন ডাউনি। অস্কার জয় করে প্রাপ্য সম্মানটুকুই পেলেন যেন!
যিনি পরমাণু বোমার জনক হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন, তিনি হলেন বিজ্ঞানী জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। তার জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘ওপেনহেইমার’ সিনেমাটি। পরিচালক ক্রিস্টোফার নোলানের নির্মাণ গুণে এই ছবিতে ওপেনহাইমারকে দর্শকদের সামনে তুলে ধরেছেন অভিনেতা কিলিয়ান মারফি। আর ওপেনহাইমারের বিরোধী পক্ষ হয়ে ওঠা লুইস স্ট্রসের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের ভূমিকা ছিল অনবদ্য।
প্রসঙ্গত, ‘আয়রনম্যান’ হিসেবে ডাউনি রীতিমত সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয়। ‘আয়রনম্যান’ ছাড়াও অভিনেতার ঝুলিতে আছে ‘শার্লক হোমস থ্রি’ ও ‘দ্য জাজ’ সহ আরও অসংখ্য সিনেমা। যার জন্য নানান স্বীকৃতি অর্জন করলেও ডাউনির শোকেজে ওঠেনি অস্কার। কিন্তু অস্কারের এবারের আসরের সেই অসম্পূর্ণতা আর রইলো না।