অবশেষে প্রাক-বিবাহ পর্ব শেষ করে আগামী ১২ জুলাই চার হাত এক করছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের কার্ড। আর বরাবরের মত সকলকে তাক লাগিয়ে অনন্ত- রাধিকার বিয়ের কার্ড।
বিয়ের দাওয়াত পাওয়া এক অতিথির শেয়ার করা কার্ডের ভিডিও এখন রীতিমত ভাইরাল! কারণ এটা যেনতেন কোনো কার্ড নয়। অনেকেই রাজকীয় এই নিমন্ত্রণ কার্ডকে ‘রত্নভাণ্ডার’ বলে তুলনা করেছেন। অনন্ত এবং রাধিকার বিয়ের কার্ডে আস্ত একটি মন্দিরে রূপ দিয়েছেন আম্বানি পরিবার। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা! জাঁকজমকের কোনও কমতিই রাখেন নি মুকেশ-নিতা দম্পতি।
বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে আম্বানি পরিবার তৈরি করেছেন মস্ত বড় এক মন্দির। সেই মন্দিরটি আছে ছোটখাটো একটি লাল আলমারির ভেতর। আলমারি খুললেই বেরিয়ে আসছে আস্ত একটি মন্দির। জ্বলে উঠছে আলো। রুপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র। লাল-হলুদের প্রাধান্য। বহুমূল্যবান এই কার্ডটি অতিথিদের জন্যে আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার। আর এই দামী কার্ডটি দেখে চোখ কপালে ওঠার দশা নেটিজেনদের।
ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্য মতে, প্রত্যেকটি নিমন্ত্রণ কার্ডের জন্য আম্বানির গুনতে হয়েছে প্রায় ৬-৭ লাখ রুপি।