বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। যার গানে গানে মেতে ছিলো কয়েক প্রজন্ম। তোমার জন্য নীলছে তারা, ভালোবাসা তারপর, সে যে বসে আছে’র মতো দুর্দান্ত সব গান উপহার দিয়েছেন শান্তিনিকেতেনফেরত এই শিল্পী।
অর্ণব এবার সংগীত শো’য়ের জন্য গেছেন আমেরিকায়। এক-দুটি নয়, টানা আটটি শোয়ের জন্য এখন যুক্তরাষ্ট্রে এই হোক কলরব শিল্পী। সঙ্গে তার দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’।
শনিবার ১৯ এপ্রিল শুরু হয়েছে ‘বাংলা ফোক রক ফেস্ট’ শীর্ষক এই সংগীত সফর। এদিন তারা পারফরম করেছেন যুক্তরাষ্ট্রের ডালাসে।
এরপর ৩ মে গাইবেন মিনিয়াপলিসে। যথাক্রমে তাদের কনসার্ট হবে সিয়াটল, অস্টিন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, কলম্বিয়া এবং সর্বশেষ ২৫ মে লস অ্যাঞ্জেলেসে। সফরটির তত্ত্বাবধানে রয়েছে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড।
অনেক দিন ধরে একক গানের বাইরে ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে ব্যস্ত অর্ণব। এই প্রকল্পের দুটি সিজন সম্পন্ন হয়েছে এবং দারুণ জনপ্রিয়তাও পেয়েছে। তৃতীয় সিজনের কাজ অনেকটাই সম্পন্ন। এই সিজনে ১১টি গান প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে সমসাময়িক পরিস্থিতির কারণে গানগুলোর প্রকাশনা থেমে রয়েছে। কবে নাগাদ শুরু হবে, তা এখনো নির্দিস্ট করে জানায়নি কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ।