জন্মদিনের ঠিক আগে আগেই গৌরী স্প্র্যাটের সাথে প্রেমের কথা প্রকাশ করেন আমির খান। ৬০ বছর বয়সে এসে, আমিরের প্রেম করার কথা শুনে অবাক বনে গেছেন ভারতীয় উপমহাদেশের সব ভক্তরা।
জন্মদিনের আগের রাতে, বান্ধবী গৌরী স্প্রেটের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন আমির। তারপর থেকেই আমির চর্চা যেন আর থামানোই যাচ্ছে না। গৌরী আর আমিরের প্রেম-চর্চায় যে প্রশ্নটা কমন, তা হল কী দেখে সুপারস্টারের প্রেমে পড়লেন গৌরী। এর জবাব গৌরী নিজেই দিয়েছেন পরবর্তীতে।
আমির খানের প্রাক-জন্মদিনের মিটে গৌরী স্প্র্যাট সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি এমন একজনকে চেয়েছিলাম যিনি দয়ালু, ভদ্র এবং যত্নশীল।’
এতে অবশ্য আমির মস্করা করে বলেন, ‘আর এত কিছুর পরেও তুমি আমাকে পেয়েছ’! জানা যায়, বিগত ২৫ বছর ধরে গৌরী ও আমির চেনেন একে অপরকে। তবে মাঝে অনেকটা সময় ছিলেন না সংস্পর্শে। এরপর মাত্র দুই বছর আগে তাদের আবার যোগাযোগ হয় এবং প্রেমে পড়েন একে-অপরের।
গৌরীকে বেছে নেওয়ার কারণ হিসেবে আমির জানিয়েছিলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্ত থাকতে পারি, যিনি আমাকে শান্তি দিতে পারেন। আর তিনি হলেন গৌরী। তিনি আমাকে সুপারস্টার হিসেবে দেখেন না।’
বলিউড ইন্ডাস্ট্রির সাথে খুব একটা যোগাযোগ নেই গৌরীর। এই যোগাযোগহীনতা নিয়ে গৌরি বলেন , ‘আমিরের বেশিরভাগ সিনেমাই আমি দেখিনি। তবে কয়েক বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘লগান’ দেখেছিলাম। তবে আমিরের আক্ষেপ, গৌরি এখনও ‘তারে জমিন পর’ দেখেনি।
চলচ্চিত্র থেকে গৌরীর দূরে থাকা তাদের সম্পর্ককে কোন প্রভাব ফেলে কিনা জানতে চাইলে আমির বলেন, “তিনি আমাকে সুপারস্টার হিসাবে দেখেন না, তিনি আমাকে একজন অংশীদার হিসাবে দেখেন। আমির অবশ্য চাই সে ‘তারে জামিন পার’ দেখুক।
গৌরীকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে আমির বলেন, ‘দেখুন, আমরা পুরোপুরি কমিটেড। আমি দু’বার বিয়ে করেছি। তবে আবার ৬০ বছরে এসে ফের বিয়ে করাটা ঠিক দেখাবে না। তবে দেখা যাক…।’