Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

আমিরের বাড়িতে হঠাৎ শাহরুখ-সালমান, কেন?

বলিউডে তিন দশক ধরে তুমুল জনপ্রিয় শাহরুখ খান, সালমান খান ও আমির খান। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা, ভালোবাসা আকাশসম। তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। তবে তিন খান একসঙ্গে বসলেই ভক্তদের মনে আশা জাগে এই বুঝি কিছু একটা শুরু হবে।

হঠাৎ করেই আমির খানের বাড়িতে উপস্থিত শাহরুখ ও সালমান। কারণ ১৪ মার্চ আমির খানের জন্মদিন। তার আগেই তার বাড়িতে হাজির হলেন তার এই দুই বন্ধু। আমির খানের ৬০তম জন্মদিনের আগে তার বাড়িতে অন্য দুই খানের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের।

তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? এমন কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও। তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমন খান ও আমির খান।  

সালমানকে দেখা গেছে সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

সিনেমার পর্দায় তো নয়ই, তিন খানকে একসঙ্গেও খুব একটা দেখা যায় না। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’

সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।‘ বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ভালবাসার প্রমাণ: অপূর্ব

ক্ষমতার বাইরে থেকেও খালেদা জিয়া ছিলেন মানুষের হৃদয়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের…
খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র ভালবাসার প্রমাণ: অপূর্ব

৭ বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

সালমার সম্মান-মর্যাদা অটুট থাকবে: সানাউল্লাহ সাত বছরের মাথায় বিচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’ তারকা…
সাত বছরের মাথায় কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে যে কষ্ট দেওয়া হয়েছে’  

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম…
রাজনৈতিক প্রতিহিংসার কারণে
0
Share