নিজেকে আর সব নায়কের মতো করে রং চটিয়ে ভাবছেন না যিশু সেনগুপ্ত। এমনকি নিজেকে স্টার ভাবতেও নারাজ তিনি। সুপারস্টার তো নিজেকে কস্মিনকালেও মনে করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন অভিনেতা। সে ভালো অভিনেতা হতে পারি, খারাপ অভিনেতা হতে পারি, কিন্তু একজন অভিনেতা। স্টার নই। বিশেষ করে অন্য ইন্ডাস্ট্রিতে। নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়, লড়াই করতে হয়। কিছুই সহজে হয় না। অনেকে ভাবেন আমার কাজটা সহজ। সেটা নয়। খেটে আগে ওই জায়গাটা তৈরি করতে হয়।
এর পর যিশু জানান, আগে অনেক কিছু না ভেবেই কাজ করতেন। সব ছবি করতেন। কোন ছবি চলবে, কোনটা চলবে না এসব ভাবেন নি। কিন্তু এখন গল্প শুনে ঠিক করেন, গল্প ভালো লাগলে সেই কাজ করেন। নাহলে না।
তার কথায়, আজ অবধি স্ট্র্যাটেজি করতে পারিনি। আগে প্লেটে যা আসত সব খেতাম। এখন এটা খাব এটা খাব না বলি। আগে তার জন্য বদহজম হতো। কিন্তু তাই বলে যে ছবিগুলো চলেনি সেগুলো আমার ছবি নয়, এটা মানি না। আমি আজ যে জায়গায় গেছি সেটার জন্য ওই ছবিগুলোরও অবদান আছে। আমার হিটের থেকে ফ্লপের সংখ্যা বেশি। তবে আমি মনের কথা শুনি। মন কিছু করতে বললে করি।
উল্লেখ্য, যিশু সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে ‘খাদান’ সিনেমাতে। আগামীতে তাকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের সাথে। এর পর শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতেও থাকছেন এই টালিউড অভিনেতা।