‘সন্তান’ সিনেমার প্রোমোশনে নির্মাতা রাজ চক্রবর্তী শিকার করলেন তিনি বউ ভক্ত পুরুষ। এমনকি নির্মাতার কাছে বাচ্চাদের আগেও আসে তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
সচরাচর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তারকা দম্পতি রাজ-শুভশ্রী। তবে এবার অকপটে নির্মাতা রাজ যা জানালেন তাতে যে কারও মনে হতে পারে এই পরিচালক একজন ‘বউ পাগল’। রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনির কাছে ক্ষমা চেয়ে পরিচালক বললেন, বউ তার কাছে সবার আগে!
নির্মাতার ভাষ্য, ‘অনেকে খারাপ ভাবতে পারেন, খারাপ বুঝতে পারেন। তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ। সরি ইউভান-ইয়ালিনি। ওরা বড় হয়ে বুঝবে’
নির্মাতার কথা প্রসঙ্গে স্ত্রী শুভশ্রী বলেন, ‘ও (রাজ চক্রবর্তি) সবসময় এটা বলে।’ অর্থাৎ শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনেও বউকে সবসময় এই কথা বলে থাকেন রাজ।
উল্লেখ্য, সম্পর্কের টানাপড়েনের গল্পে নির্মিত ‘সন্তান’ সিনেমাটি। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টালিউডের নামজাদা সব তারকারা।