Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আবিরের গালের ক্ষতচিহ্নের কারণ জানেন কি?

আবির চট্টোপাধ্যায়

-মোঃ অলিউর রহমান-

বড় পর্দার ব্যোমকেশ তথা আবির চট্টোপাধ্যায়কে মানুষ নানা সময়ে দেখেছে নানা চরিত্রে।

ভিন্ন ভিন্ন চরিত্রে আলাদা লুকে ধরা দিলেও অভিনেতার ডান গালের ক্ষতচিহ্নটি সব সময় ধরা পড়ে বড় পর্দায়। মেকআপের দ্বারা অভিনেতা কখনও আড়াল করার চেষ্টাও করেন না দাগটিকে।

কিন্তু যেই দাগ নিয়ে এত কথা হচ্ছে, সেই দাগের পেছনের আসল কারণ পাঠক জানেন কি?

চলুন জেনে নেই আবিরের দাগের নেপথ্যে আসল কারণ।

শোনা যায়, ছাত্র অবস্থায় এক দুর্ঘটনার শিকার হওয়ার পর পরই অভিনেতার জীবনের সঙ্গী হয়ে যায় এই দাগটি।

আবির যখন ক্লাস সেভেনে পড়তেন তখন একদিন সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

বৃষ্টিভেজা সেই দিনটিতে অভিনেতার সাইকেলের সামনে হুট করে এক বিড়াল চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষতেই সাইকেলের চাকা পিছলে পড়ে যান অভিনেতা। ফলে সাইকেলের হ্যান্ডেলের আঘাতে ডান গালে দাগ বসে যায় অভিনেতার।

তবে দাগ বসে গেলেও এটিকে অভিনেতার বিউটি মার্ক হিসেবেই ধরা হয়। অভিনয় জীবনে আবির তার এই দাগের কারণেই ভিড়ের মধ্যে আলাদা পরিচিতি পেয়েছেন।

আবির চট্টোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে ‘ফাটাফাটি’ ছবিতে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্লাস সাইজ মডেলদের গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমাটিতে আবিরের বিপরীতে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। এছাড়াও ‘রক্তবীজ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৩৬-২৪-৩৬: বিনোদন নাকি বাস্তবতার গল্প?

তথাকথিত সমাজে বর্তমানে একটা মেয়ে সুন্দর হয়ে ওঠে তার শরীরের গঠনে। আর নারীর শরীরের সেই পার্ফেক্ট গঠনের নির্দিষ্ট…
Exit mobile version