আট বছর পর আবারো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। শেষবার শফিক তুহিনের কথা ও সুরে ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন এই দুইজন। গানটি ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন গানে কণ্ঠ দিলেন। ইত্যাদি অনুষ্ঠানের জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
দুজনের একসাথে গান গাওয়া বিষয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন , ‘হানিফ সংকেত তো নাছোড়বান্দা। সে যেটা চায়, করেই ছাড়ে। অনেক দিন নতুন গান গাওয়া হয় না, সেভাবে আগ্রহও পাই না। হানিফ এমনভাবে বলল, গানটাও ভালো লাগল, তাই গাইলাম। দেশের গান সাধারণত একটু ধীরগতির হয়। কিন্তু এই গানটা একটু দ্রুতগতির, জমজমাট গান যাকে বলে। যেহেতু হানিফের ঈদের অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে, তাই সুরে ও সংগীতে উৎসবের আবহটাও রাখার চেষ্টা করা হয়েছে। দেশাত্মবোধক গানের ব্যাপারটাই হচ্ছে কথাগুলো পরিচ্ছন্নভাবে বলা হয়, এখানেও সেটাই বজায় ছিল’। গানটিতে আরও নতুন প্রজন্মের আরো ১০ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন।
এর আগে গত ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা মঞ্চে গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন। কিছুটা সুস্থ হয়ে আবারো গানের অঙ্গনে ফিরেছেন এই কিংবদন্তী কণ্ঠশিল্পী।