ধ’র্ষ’ণের দ্বায়ে পপ তারকা ক্রিস উ’কে ২০২২ সালে ১৩ বছরের কারাদণ্ড দেয় বেইজিংয়ের থার্ড ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে ক্রিস আপিল করলে চলতি বছরের ২৪ নভেম্বর সেই রায়কেও খারিজ ঘোষণা করে চীনের আদালত। ক্রিসের পরিবার ও চীনে কানাডিয়ান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিতে এই রায় দেন আদালত।
সরকার পক্ষের আইনজীবী জানায়, “মূল রায়ের তথ্যগুলো স্পষ্ট, প্রমাণগুলো নির্ভরযোগ্য এবং যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতেই আসামীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইনের প্রয়োগ সঠিক, সাজা যথাযথ হওয়ায় বিচার প্রক্রিয়াকে আইনি বলে প্রমাণিত হয়েছে।”
১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধ’র্ষ’ণের অভিযোগে ২০২১ সালে ক্রিসকে গ্রেফতার করে চীন পুলিশ। সেই কিশোরী তার অভিযোগ উল্লেখ করেন, “এক পার্টিতে ক্রিস তাকে কিছুটা জোর করেই ম’দ্য পান করাতে থাকে। পরে সকালে ঘুম থেকে উঠে ক্রিসের বিছানায় পান তিনি।” যদিও ক্রিস সেই অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন।
পরবর্তীতে সেই ধ’র্ষ’ণের অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। ২০২২ সালে ক্রিসের বিরুদ্ধে আসা আরও কিছু অপরাধের প্রেক্ষিতে আদালত তাকে আরও ১ বছর ১০ মাস কারাদণ্ড দেয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ এপ্রিল কেপপ ব্যান্ড এক্সোতে যোগ দেন ক্রিস উ। ২০১৪ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মন দেন তিনি। সেসময় চীনেই থাকছিলেন ক্রিস। মডেল হিসেবেও পরিচিতি রয়েছে তার।