যেকোনো ইস্যুতে খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেতা আরশ খান। মনের কোণে কোনো রাখঢাক না রেখে নিজের মত প্রকাশ করে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। আরও একবার তিনি আওয়াজ তুললেন। এবার এ অভিনেতা আওয়াজ তুলেছেন তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে।
মূলত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আটক করা হয় নির্মাতা রিংকুকে। পরবর্তীতে জানা যায়, রাজধানী ঢাকার গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।
এদিকে রিংকুর গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নির্মাতা ও সহকর্মীরা। তাদেরই একজন হলেন আরশ খান।
২৪ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আরশ লিখেছেন, ‘একজন পরিচালক গ্রেপ্তার হবে, কোনো কারণ জানানো হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকীরা ঘরে বসে স্ট্যাটাস দেবে। এটা কি আদৌও ঠিক? কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না। ইউনিটির অবস্থা এমন কেন? রিফর্মেশন এবং সংগঠনে কী লাভ তাহলে?’
তার স্ট্যাটাস দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই- তিনি ইঙ্গিত করছেন ইন্ডাস্ট্রির সেই মানুষদের, যারা এখনো অন্যায়ের প্রতিবাদে এগিয়ে না এসে চুপ করে আছেন। আরশ চান সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়া ছাড়াও রিংকুর গ্রেপ্তার হওয়া নিয়ে আরশ খান জানান, ‘রিংকু কোনো একটা সময় একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। এজন্য পুরনো ফাইল বের করে সন্দেহভাজন হিসেবে দেখানো হচ্ছে তাকে। মূলত হিংসা থেকে করা হচ্ছে এসব। কেননা, বর্তমানে ভালো কাজ করছেন নির্মাতা রিংকু।‘
জানা গেছে, নির্মাতার বাইরে রিংকু ঢাকা মহানগর উত্তর ছা্ত্রলীগের সাবেক সহ-সভাপতি। আরশ ও বিনোদন ইন্ডাস্ট্রির অন্যান্য আরও সদস্যদের দাবি, এমন পুরনো ফাইল ঘেটেই রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।