আজ ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন দুটি সিনেমা। তার মধ্যে একটি ঢাকাই সিনেমা যার নাম ‘আলী’ এবং অন্যটি নেপালের যার নাম ‘মিসিং’। দেশের প্রেক্ষাগৃহে এটাই প্রথম কোন নেপালী সিনেমা হিসেবে মুক্তি পেল।
স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা এবং বগুড়ার মম ইন-এ আজ থেকে দেখা যাচ্ছে ‘আলী’।
পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রোশনির গল্প নিয়ে সিনেমা। বাক্প্রতিবন্ধী আলী ছোট বোন রোশনিকে নিয়ে পাহাড়ে গড়ে তোলে ছোট্ট এক জগৎ। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের আলাদা করে দেয়। নতুন এক সংগ্রামে নামে আলী—নিঃসঙ্গতা, অবিচার, নির্যাতনের ভেতরও দিয়ে যেতে হয় তাকে তবু সে হার মানে না। অন্যদিকে ভাইয়ের জন্য দিশেহারা হয়ে যায় রোশনি, নিজেই পথে নামে ভাইকে খুঁজতে। এমনই এক হৃদয়গ্রাহী ভাই বোনের সম্পর্ক ও সংগ্রাম নিয়ে সিনেমা ‘আলী’। সিনেমাটি নির্মান করেছেন বিপ্লব হায়দার।
ছবিতে অভিনয় করেছেন আলী চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সিনেমায় রোশনি চরিত্রে অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন। এছাড়াও আছেন প্রতিজ্ঞা, তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ ও শওকত সজল প্রমুখ।