পনের বছর আগে এক মহিলা খুন হন তার ১০ বছর বয়সী ছেলের হাতে। ঘটনার শুরুটা হয়তো এখানেই। অর্থাৎঢাকা শহর জুড়ে এক আতঙ্ক চলছে, একের পর এক নারী খুন হচ্ছে। তার আদি ইতিহাস সম্ভবত এটাই। কিন্তু মাকে খুন কেন করলো ছেলে? তারপর যত দিন যেতে থাকে ততই খুনের নেশা চড়ে বসে খুনীর। কিন্তু শহরজুড়ে কেবল নারীদেরকেই কেন খুন করছে খুনী?
আবার তাদেরকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে আরেক ভয়ংকর যন্ত্র ‘কাঁচি’। গা শিউরে উঠার মত সব হত্যা আর তার পদ্ধতি। এমন কান্ডে দিশেহারা হয়ে পড়েছে নগর জীবন ও চরম হুমকির মুখে পড়েছে নারীদের নিরাপত্তা।
এদিকে তন্য তন্য করে খুঁজেও সিরিয়াল কিলারের হদিস পাচ্ছে না পুলিশ। একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে। এমন শ্বাসরুদ্ধকর ও রহস্যেঘেরা হত্যাযজ্ঞের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যখন ব্যর্থ হয়ে পড়েছে কিলার ও তার কিলিংয়ের উদ্দেশ্য খুঁজে বের করতে তখন এইরহস্য উদ্ঘাটনের ও খুনিকে গ্রেপ্তারের দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের কাঁধে।
কিন্তু অন্ধকার এই জগতের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এই জগত মারাত্মক বুদ্ধির জগত, এখানে অপরাধী প্রতিটি পদক্ষেপে তার থেকেও এগিয়ে। বুদ্ধির জালে মেলে আছে তার ডানা। অপরাধ করে ঠিকই পার পেয়ে যাচ্ছে। সবার মনে তাই একই প্রশ্ন, কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী? কি চায় সে? এই রহস্যের জট খুলতে খুলতেই এগোয় সিরিজটি।
কানাগলি সিরিজটির চিত্রনাট্যকার ও নির্মাতা আহমেদ জিহাদ বলেন, ‘এটি সাইকো থ্রিলার ঘরানার গল্প। এখানে আমাদের সমাজের বৈষম্যগুলো তুলে ধরা হয়েছে। এর আগে নাটক বানালেও এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট। চেষ্টা করেছি দর্শকের জন্য একটি উপভোগ্য সিরিজ নির্মাণের। শেষ দিকে একটি চমক রাখা হয়েছে। আশা করছি, গল্পটি শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে।“
এই সিরিজে বিচক্ষণ পুলিশ অফিসার মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী আইশা খান।
এছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ ও নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা।
গতকাল বুধবার ট্রেলার প্রকাশ হয়েছে ওয়েব সিরিজটির। যেখানে শুরুতেই কেউ একজন বলছেন এই পৃথিবীটা খুনের একটা আখড়া স্যার, এখানে আপনি, আমি সবাই খুনী। বোঝাই যাচ্ছে অপরাধীরও নিজস্ব একটা দর্শন আছে তার অপরাধের পেছনে। কি সেই যুক্তি কিংবা দর্শন? দেখতে চোখ রাখুন ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। কারণ আজ ৩ জুলাই সিরিজটি মুক্তি পাচ্ছে এই ওটিটি প্লাটফর্মে।