গীতিকার-সুরকারদের নিয়ে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের বিশেষ কনসার্ট ‘গানওয়ালাদের গান’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
শনিবার, ২ নভেম্বর বিকালে রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে (দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক) অনুষ্ঠিত হবে ‘আজব কারখানা’ আয়োজিত ব্যতিক্রমী কনসার্ট। ‘গানওয়ালাদের গান’ কনসার্টে জয়সহ আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী লিমন, আহমেদ হাসান সানি, সভ্যতা, শুভ্র, সুহৃদ স্বাগত ও ব্যান্ড ‘কাকতাল’। কনসার্ট শুরু হবে আজ বিকেল সাড়ে ৪টায় এবং শেষ হবে রাত সাড়ে ৮টায়।
এ প্রসঙ্গে আজব কারখানার কর্ণধার জয় শাহরিয়ার বলেন, ‘এই ধরনের শিল্পীদের (গীতিকার, সুরকার ও গায়ক) সাধারণত একটা আলাদা দর্শন, নিজস্ব অভিব্যক্তি থাকে। কিন্তু তারা অনেক সময়ই পাদপ্রদীপের আলোর বাইরে থাকেন। সেই জায়গা থেকে এ ধরনের শিল্পীদের নিয়ে আলাদা একটা আয়োজনের কথা ভেবেছি।’
‘গানওয়ালাদের গান’কে কমিউনিটি আয়োজন উল্লেখ করে শিল্পী জয় বলেন, সবাই কিন্তু এই আয়োজনের অংশ। এই ধরনের আয়োজন বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জিং। শো থেকে যে আয় হবে, সেটা সবাই মিলে ভাগ করে নেব। আমার ক্যারিয়ারের শুরুর দিকে এভাবে কাজ করেছি, মেইন স্ট্রিমে এভাবে হয় না। আমাদের আইডিয়া আছে, নতুন অনেক কিছু করতে চাই, পারি না কারণ এগুলোতে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে। স্পনসর লাগে, টাকা উঠবে কি না সে চিন্তা থাকে। ফলে আইডিয়ার বাস্তবায়ন হয় না।’
উল্লেখ্য, ‘গানওয়ালাদের গান’ কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা (প্লাটিনাম) এবং ৫শত টাকা (গোল্ড)।