Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আজ আমির খানের জন্মদিন

আজ ৬০তম জন্মদিন আমির খানের। ৮ বছর বয়সে ‘ইয়াদোঁ কী বারাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই বলিউড সুপারস্টার। আর ২৩ বছর বয়সে ‘কেয়ামত সে কেয়ামত তক’–এ নায়ক। এরপর ক্রমেই বিশ্বজয়। থেমে নেই এখনো।

এদিকে আমিরের জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র পরিবেশক, প্রযোজনা প্রতিষ্ঠান পিভিআর সিনেমা আমির খান: সিনেমা কা জাদুকর শীর্ষক এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে যা চলবে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

রোমান্টিক ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করে ‘লগান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘দঙ্গল’, ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ব্যতিক্রমী ছবি দিয়ে হয়ে উঠেন ব্যতিক্রম। ছবি নির্বাচনের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে তিনি। শুধু তা–ই নয়, ছবির কোনো দৃশ্য মনের মতো না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এ জন্য আমিরকে  ‘মিস্টার পারফেকশনিস্ট’ ডাকা হয়।

সম্প্রতি মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির বলেছিলেন, ‘আমি শুধু অভিনেতাদের নয়, পরিচালকেরও অডিশন নিই।’

নিজেকে কখনো ‘পারফেক্ট’ মনে করেন না। তিনি বলেন,  ‘আমি পরিপূর্ণতায় বিশ্বাসী নই। আর আমি জীবনে সমতা বজায় রেখে চলতে পারিনি। জীবনের অনেক জায়গায় আমি ইমপারফেক্ট।’ আবেগপ্রবণ হয়ে আরও বললেন, ‘সব সময় আমার লক্ষ্য ছিল দর্শকদের হৃদয় জয় করা। কিন্তু নিজের পরিবারকে আমি নিজের অজান্তেই দূরে ঠেলে দিয়েছিলাম। ওই সময়ে আইরার (মেয়ে) আমাকে প্রয়োজন ছিল। জুনাইদ (ছেলে) আমাকে ছাড়া বড় হয়ে উঠেছে। সিনেমার জগতে আমি এক পরিবার গড়ে তুলেছিলাম। সেই পরিবারের সবার চাহিদা, সুখ-দুঃখের কথা জানতাম। কিন্তু নিজের পরিবারের মানুষদের মনের খবর আমি তখন রাখিনি।‘

তবে ছবি মুক্তির আগে ভীষণ চাপে থাকেন এই অভিনেতা। হেসে বললেন, ‘কোনো ছবি রিলিজের আগে আমি ভাবি যে ছবিটা তো করে ফেললাম, এবার দর্শকের প্রতিক্রিয়া কী রকম হবে।’ প্রসঙ্গক্রমে ব্যর্থ সিনেমার কথাও এসেছে। ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তির আগেই বুঝে গিয়েছিলেন ছবিটা চলবে না। এই ছবির ব্যর্থতা হাসিমুখে মেনে নিয়েছিলেন। কিন্তু স্বপ্নের ছবি ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা আমির মেনে নিতে পারেননি। আজও এই ছবির ব্যর্থতা কষ্ট দেয় তাকে। এখনো লাল সিং চাড্ডা নিয়ে কাটাছেঁড়া করতেই থাকেন তিনি, কেন ব্যর্থ হলো। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার কারণে মানসিক অবসাদ এতটাই ছিল যে আমিরকে থেরাপি নিতে হয়েছিল। 

রোমান্টিক ছবির ভক্ত আমির। তার কথায়, ‘প্রায় সব রোমান্টিক ছবি আমার প্রিয়। আমি রোমান্টিক ছবির মধ্যে হারিয়ে যাই। আর মানুষ হিসেবেও আমি খুব রোমান্টিক।’

২৭ মার্চ পর্যন্ত পিভিআর-এর আয়োজনে সারা ভারতে  প্রদর্শিত হবে আমির অভিনীত ‘আন্দাজ আপনা আপনা’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রং দে বাসন্তী’,‘ লগান’, ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়েটস’সহ জনপ্রিয় সব ছবি। এইসব পুরনো ছবি দেখতে দেখতে মনে আবারো স্বাদ জেগে উঠতে পারে আমিরের নতুন কোন চরিত্রে, চমৎকার গল্পে, অমর কোন সিনেমা দেখার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের ‘জংলি’তে ‘পুষ্পা ও কবীর সিং- এর ছাপ

ঈদ উপলক্ষে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’-এর টিজার অন্তর্জালে মুক্তি পেয়েছে। টিজারে…

ইত্যাদিতে সাফা, সাদিয়া, সামিরা ও ইভানার নৃত্য

ঈদের বিশেষ ইত্যাদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী সাফা কবির, পারসা ইভানা, সামিরা খান মাহি এবং সাদিয়া…

শাহরুখের ‘কিং’: অভিষেক বচ্চনের চেহারা বদল

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ চলচ্চিত্রের সাফল্যের পর শাহরুখ খান এখন তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনা…
0
Share