পড়াশোনার পাশাপাশি দুই বছরের বেশি সময় ধরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তুষার হাওলাদার। ২৯ ফেব্রুয়ারির ভয়াল আগুন কেড়ে নিল তরুণ চিত্রগ্রাহকের প্রাণ। তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তথ্যচিত্রের পরিচালক নিলয় লরেন্স।
গণমাধ্যমকে নিলয় জানিয়েছেন, ‘ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী তুষার হাওলাদার সম্প্রতি তার গ্র্যাজুয়েশন অধ্যায় শেষ করেছেন। ১০ মার্চ ছিল তার সমাবর্তন অনুষ্ঠান। কথা ছিল সেই অনুষ্ঠানে থাকবেন। বন্ধুদের সাথে নানান রকম পরিকল্পনাতেও ব্যস্ত সময় পার করা ছেলে আজকে আর নেই।’
নিলয় আরও বলেন, ‘টোয়েন্টি ফাইভ ইয়ারস জার্নি অব দলিত’ করার পর একসাথে আরও ডজনখানেক তথ্যচিত্রে কাজ করেছি আমরা।’
উল্লেখ্য, মশিউর রহমানের ‘টার্নিং টকস বাংলাদেশ’ অনুষ্ঠানের ২৫টি পর্বে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তুষার। কাজপাগল ছিলেন তুষার হাওলাদার। পড়াশুনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন আবার একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবেও ছিলেন কর্মরত।