আগু‘নের ছেলে মিছি’লের গান ‘হাহাকার’ প্রকাশিত হল ২৭ ডিসেম্বর। তার বাবা খান আসিফুর রহমান আগু’ন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সালমান শাহের সিনেমার গান মানেই ছিল যেন আগু’নের গান।
তার দাদা খান আতাউর রহমান ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার, গীতিকার, সুরকার ও শিল্পী। দাদি নিলুফার ইয়াসমিনও কণ্ঠশিল্পী । বলা যায় সঙ্গীত অঙ্গনের ছেলেই যেন মি’ছিল।
এর আগে আগুনের সন্তান খান ইয়াকিন রহমান মি’ছিল ‘না ফেরার দেশে’ গানে মডেল হিসেবে বাবার সাথে হাজির হয়েছিলেন। এতে তাকে গিটার বাজাতে দেখা যায়। কণ্ঠশিল্পী হিসেবে এবার সামনে এলেন।
অন্তর্জালে মিছিলের আবির্ভাবে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। তার কণ্ঠে অনেকে পাচ্ছেন ‘রক’ ঘরাণার ছোঁয়া।