গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর ‘হক চাচা’ খ্যাত ছোটপর্দার গুণী অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার। অভিনেতার রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউ-তে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে।
২৭ জুন, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিনেতার ছেলে ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আপনাদের প্রিয় অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার ওরফে হক চাচার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি এখন আইসিইউতে আছেন। ওনার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে, হার্ট ঠিকমতো পাম্প করছে না এবং গলব্লাডারে একটা ইনফেকশন হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি তার ছোট ছেলে বাবু। আমার জানামতে তিনি সবার সাথে সুসম্পর্ক রাখতেন। কেউ যদি কোনো কারণে তার কথায়-কর্মে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দেবেন। আমাকে তিনি বলে রেখেছিলেন, যেকোনো পরিস্থিতিতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে। আপনাদের দোয়া ও সাহায্য একান্তভাবে কামনা করছি।’
প্রিয় ‘হক চাচা’র এমন খবরে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা। পোস্টের কমেন্টবক্সে ভেসে বেড়াচ্ছে অনেক শুভ কামনা।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-তে ‘হক চাচা’ চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন গোলাম সারোয়ার। এক পর্যায়ে ‘হক চাচা’ নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন তিনি।