ব্রেন স্ট্রোক করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
২২ জানুয়ারি নিজের ফেসবুকে পোস্ট করে সেদিন সন্ধ্যা থেকে নির্মাতা ফারুকীর অসুস্থতার কথা জানান অভিনেত্রী। ডাক্তারের পরামর্শে অ্যানজিওগ্রাম করে নির্মাতার ব্রেন স্ট্রোক ধরা পড়ার কথাও উল্লেখ করেন তিশা।
ভক্তদের আশ্বাস দিয়ে নিজের পোস্টে তিশা আরও উল্লেখ করেন, ব্রেন স্ট্রোকটি ছোট ছিল এবং আপাতত ফারুকী নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। পাশাপাশি সেই পোস্টে স্বামীর সুস্থতার জন্য দোয়াও চান অভিনেত্রী।
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয় করেন তিনি।