‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে আরও একবার চমকে দিলেন পরিচালক কিরণ রাও। এবার অস্কারের তালিকায়ও জায়গা করে নিয়েছে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্যানুযায়ী, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ছবিটি অস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছে। চলতি বছরের অনেক সফল সিনেমাকেও পেছনে ফেলে তালিকায় জায়গা করে নিয়েছে এ ছবি।
‘লাপাতা লেডিস’ সিনেমার নামকরা তারকা বলতে একমাত্র অভিনয় করেছেন রবি কিষাণ। বলতে গেলে বাকী সবাইকেই প্রথমবারের বড় এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। কিন্তু অভিনয়শিল্পীদের নিয়ে সিনেমা নির্মাণ করেই বাজিমাত করেন কিরণ। মুক্তির পর থেকেই সুন্দর গল্প ও অভিনয়শিল্পীদের কারণে প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
২০২৪ সালের মার্চ মাসের ১ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছিল। ওটিটিতে এসেই অবাক করেছে ফুল কুমারী, জয়া ত্রিপাঠী সিং ও দীপক কুমারের মত চরিত্রগুলো। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন যথাক্রমে নীতানশি গোয়েল, প্রতিভা রান্তা ও স্পর্শ শ্রীবাস্তব। তিনজনেরই এটি প্রথম সিনেমা।
আমির খান প্রোডাকশনের চলচ্চিত্রটি অনন্য গল্পের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করার পর এবার অস্কারের মনোনয়ন পেয়ে আবারও আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হলো।
প্রসঙ্গত, চলতি বছর ভারত থেকে নির্মাতারা অস্কারের মোট ২৯টি ছবি পাঠিয়েছিলেন। যার মধ্যে রয়েছে ‘হনু-মান’, ‘কল্কি’, ‘অ্যানিমেল’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘স্যাম বাহাদুর’, ‘বীর সাভারকর’, ‘গুড লাক’, ‘আর্টিকেল ৩৭০’-র মতো সিনেমাগুলো।
উল্লেখ্য যে, ২০২৩ সালে ভারতীয় সিনেমা এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা গানের জন্য পুরস্কার পেয়েছিল।