স্ট্রিপ ড্যান্সারের সাথে গ্যাংস্টারের ছেলের প্রেম তারপর বিয়ে কিন্তু সেই বিয়ে মেনে নিচ্ছেন না গ্যাংস্টার বাবা। এমন গল্প নিয়ে শন বেকারের বানিয়েছেন সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এই সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। গত বছর কান উৎসবে সিনেমাটি স্বর্ণপাম জিতে সবাইকে চমকে দিয়েছিল। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সামনে দাঁড়িয়েছে ‘আনোরা’।
একাডেমি অ্যাওয়ার্ডসে ছয়টি মনোনয়ন পেয়েছে ‘আনোরা’। এর মধ্যে আছে সেরা সিনেমার মনোনয়নও। আনোরার সাথে অস্কারের জন্য অন্যতম ফেবারিট সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।
কিন্তু আনোরা সিনেমাটি ইতোমধ্যে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, প্রোডিউসার গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসসহ একের পর এক গুরুত্বপূর্ণ পুরস্কারে স্বীকৃতি পেয়েছে । তাই সিনেমাবোদ্ধাদের আশা এবারের অস্কারও জিতবে ‘আনোরা’ সিনেমাটি ।
পরিচালক শন বেকার অনেক দিন ধরেই যৌনকর্মী ও পর্নো তারকাদের নিয়ে গবেষণা করেছেন। তার সিনেমায় তাই বারবার উঠে আসে যৌনকর্মীদের গল্প; নির্মাতার আগের দুই সিনেমা ‘ট্যাঙ্গারিন’, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ এও যৌনকর্মিদের দেখা মেলে। সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শন বলেছিলেন, ‘যৌনকর্মীরা আমাদের সবাইকে মুগ্ধ করেন।’
শন বেকারের সঙ্গে ‘আনোরা’র প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান। ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি।
‘আনোরা’য় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ক্যারিয়ারের শুরুর দিকেই জটিল একটি চরিত্রে পর্দায় সফল রূপায়ণ করে সমালোচকদের প্রিয়পাত্র বনে গেছেন তিনি।
ভ্যারাইটির পডকাস্টে মাইকি বলেন, ‘শুরুতে আমি শারীরিক চ্যালেঞ্জটিকেই গুরুত্ব দিয়েছিলাম, কারণ চরিত্রটি ছিল একজন ড্যান্সারের’। সিনেমাটির প্রেক্ষাপট নিউইয়র্কের ব্রুকলিন। সেখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষের বাস।
এদিকে অস্কারের আগে আরও একটি সুসংবাদ পেয়েছে ‘আনোরা’। গত শনিবার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অনুষ্ঠিত ৪০তম ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ তিন পুরস্কার জিতেছে শন বেকারের সিনেমাটি। এদিন সেরা সিনেমা হয়েছে ‘আনোরা’, নির্মাতা শন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।