অভিনেতা আল্লু অর্জুন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায়, শুটিং পেছানো হয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার। যা দুঃসংবাদ বয়ে আনতে পারে ‘পুষ্পা’ ছবির সিক্যুয়েল দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্যও। কারণ শুটিং পেছানোর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটি মুক্তির তারিখেও।
কি হয়েছে অর্জুনের? টাইমস অব ইন্ডিয়ার সূত্রানুসারে, কিছুদিন থেকেই চলছিল সিনেমাটির শুটিং। ছবিতে ‘জাথারা’ নামের একটি গানের জন্য অর্জুনকে পরতে হয়েছিল অনেক ভারী পোশাক। সেই পোশাকে নাচ ও অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে ব্যথা পান অভিনেতা। ধীরে ধীরে পিঠের ব্যথা আরও বেড়ে যাওয়ায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সিনেমাটির পরিচালক।
তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও শুরু হতে পারে শুটিং। এর আগেও কয়েকবার পেছানো হয়েছিল ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং। এবার আরও একবার শুটিং পিছিয়ে যাওয়ায় মুক্তির তারিখও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের প্রথম দিকেই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। চলতি বছরের ৮ এপ্রিল অর্জুনের জন্মদিনে প্রকাশিত হয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। তখন থেকেই দর্শকরা মুখিয়ে আছে হলে গিয়ে এই সিনেমা দেখার জন্য। কিন্তু শুটিং পিছিয়ে যাওয়ায় দর্শকদের আরও বেশি অপেক্ষা করতে হবে কিনা এখন সেই সংশয়।