নিজের জন্মদিনে অন্যতম সেরা উপহার পেলেন বিশ্বনন্দিত গায়িকা ও ড্যান্সার শাকিরা। তার পুরস্কারের ক্যাবিনেটে যুক্ত হলো নতুন সাথী। গ্র্যামির ৬৭তম আসরে চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন খ্যাতিমান এই তারকা। ‘লাস মুজেরাস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য ‘বেস্ট লাতিন পপ অ্যালবাম’ পুরস্কার পেয়েছেন তিনি।
শাকিরার হাতে পুরস্কার তুলে দেন আরেক জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। তাদের জড়িয়ে ধরেন তিনি। স্বভাবতই তার সন্তানরাও আনন্দিত মায়ের এমন সাফল্যে।
পুরস্কার হাতে পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। মঞ্চে বক্তৃতা দেয়ার শুরুতেই আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি ও সমবেদনা প্রকাশ করেন। তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। এরপর বললেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। এটা তাদেরই প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি’।
এছাড়াও এই পুরস্কার বিশ্বের সকল নারী ও তাদের শ্রমের প্রতি, পরিশ্রমের প্রতি উৎসর্গ করে কুর্নিশ প্রকাশ করেন শাকিরা। শ্রমজীবী নারীদের উৎসর্গ করে তিনি বলেন, সেই সকল নারী যারা তাদের পরিবারের ভরণপোষণের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে, তোমরাই আসল যোদ্ধা- আসল নেকড়ে। তাই এটা তোমাদের জন্যও।
পুরস্কার নেওয়ার পর স্টেজে বাক্রুদ্ধ করার মতো পারফর্মও করেন এই গায়িকা।