দেশের শোবিজ অঙ্গনের অন্যতম পরিচিত মুখ মেহজাবীন চৌধুরী। বর্তমানে ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন এই মেহজাবীন। আর তার এই পথ চলা শুরু হয়েছিল ঠিক ১৫ বছর আগে। এবার সেই মুহুর্তের স্মৃতিচারণ করলেন তিনি।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রায় দেড় দশক আগে ২০০৯ সালের ২২ জানুয়ারি সুন্দরী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান লাক্স চ্যানেল আই সুপারস্টারে সেরা সুন্দরী নির্বাচিত হবার মুহুর্তের ভিডিও ক্লিপ শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। যেখানে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন, তাহসিন ও নাজিয়া হক অর্ষা। কে বিজয়ী— ঘোষণার আগমুহূর্তে উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন তাদের অনুভূতি জানতে চান। মেহজাবীন জানান তিনি নার্ভাস। এর কিছুক্ষণ পর সেরা সুন্দরীর ঘোষণায় নিজের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি। বাকি দুই প্রতিযোগীকে জড়িয়ে ধরেন উৎফুল্ল মেহজাবীন।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক ১৫ বছর আগে আজকের এই দিনে আমার জীবন একেবারেই পাল্টে গিয়েছিল।’
বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে মেহজাবীন চৌধুরীর অভিষেক হয়েছে বড় পর্দায়। বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে দেশের প্রেক্ষাগৃহে ভক্তদের জন্য মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা।