অভিনয়, প্রযোজনা এবং পোশাকের ব্যবসার পর এবার নতুন পরিচয়ে সামনে আসলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শিশুতোষ ছবির গল্পের বই ‘এড ফাইন্ডস আ হোম’ লিখে লেখিকা হিসেবেও অভিষেক হলো হেশ ভাট কন্যার।
সম্প্রতি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে শিশুদের সাহিত্য উৎসব স্টোরি ভার্সে নিজের লেখা প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করেছেন আলিয়া। এদিন অভিনেত্রী বলেছেন, ‘এড ফাইন্ডস আ হোম’ বইটি তার শিশুদের পোশাকের ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা এবং এই বই নিয়ে তার সিরিজ করার পরিকল্পনা আছে। এই বইয়ের ছবি এঁকেছেন চিত্রশিল্পী তানভি ভাট।’
নতুন বই প্রকাশের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু—‘অ্যাড ফাইন্ডস এ হোম’- ‘অ্যাড আ-মাম্মা’ থেকে বইয়ের নতুন একটা সিরিজের সূচনা মাত্র। এখানে আমার শৈশবেও অনেক গল্প রয়েছে, সেই শৈশবে অনেক গল্পকার রয়েছেন।’
উল্লেখ্য, খুব শীঘ্রই আলিয়া ভাটকে দেখা যাবে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’ সিনেমায়।