Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

অভিনেতা সং জায়ে রিমের মরদেহ উদ্ধার

সং জায়ে রিম | ছবি: এনডিটিভি

মারা গেছেন ‘মুন অ্যামব্রেসিং দ্য সান’ টেলিভিশন সিরিজ খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা সং জায়ে রিম। ১২ নভেম্বর নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী সং জায়ের সিউলের সিওংডং ওয়ার্ডের বাড়িতে ১২ নভেম্বর দুপুরে দাওয়াত ছিল অভিনেতার এক বন্ধুর। একসাথে খাবার খাওয়ার কথা ছিল তাদের। প্ল্যান অনুযায়ী সেই বন্ধু দুপুর সাড়ে বারোটার দিকে সং জায়ের বাড়িতে যান। তবে সেখানে গিয়ে তিনি অভিনেতাকে মৃত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, সং জায়ে রিমের মরদেহ উদ্ধার করার সময় তার বাড়িতে কোনো ধরনের খারাপ পরিস্থিতির লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেখান থেকে একটি চিরকুট পেয়েছে পুলিশ।

অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে, শুধু সং জায়ে রিমের পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে।

অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে কথা বললেও সং জায়ের মৃত্যুর কারণ প্রসঙ্গে কোনো কথা বলেননি তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, সং জায়ে রিম চলচ্চিত্রে অভিষেক করেন ২০০৯ সালে। তার প্রথম ছবির নাম ‘অ্যাকট্রেস’। তবে তিনি তারকা খ্যাতি অর্জন করেন ‘মুন অ্যামব্রেসিং দ্য সান’ নামের টেলিভিশন সিরিজের মাধ্যমে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিরিজে অভিনেতা রাজার প্রতি একজন অনুগত যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ২০১৪ সালে ‘উই গট ম্যারিড’ রিয়েলিটি শোয়ে সং জায়ের উপস্থিতি তাকে তার ভক্ত ও অনুরাগীদের মাঝে আরও জনপ্রিয় করে তুলেছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৯ এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

অভিনয়শিল্পীদের বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে…

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

শোনা যাচ্ছে, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে দিচ্ছেন। এমনই গুঞ্জন চলছে টিনসেল টাউনে।…
Exit mobile version