শোনা যাচ্ছে, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনয় ছেড়ে দিচ্ছেন। এমনই গুঞ্জন চলছে টিনসেল টাউনে। রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট নিজেই বললেন, “আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস।”
ভক্তরা অবশ্য এখনো এই খবরে বিশ্বাস করতে নারাজ। কারণ, একদিকে কেটের মুখে অবসরের কথা, আর অন্যদিকে তিন-তিনটি সিনেমার প্রযোজনায় ব্যস্ত তিনি।
শোনা যাচ্ছে, কেট এখন কাজ করছেন জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’, সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’ এই তিনটি ছবির প্রযোজনায়।
তবে কেটের মুখে শোনা গেছে নতুন স্বপ্নের কথা—অভিনয় ছাড়াও জীবনে অনেক কিছু করতে চাই।”
দুইবারের অস্কারজয়ী এই সুপারস্টার এখন জাতিসংঘের শুভেচ্ছাদূত, আবার একটি প্রযোজনা সংস্থাও পরিচালনা করছেন নিজেই।
গসিপ দুনিয়ায় এখন একটাই প্রশ্ন—এই কি তবে কেট ব্ল্যানচেটের শেষ শো? নাকি এটা শুধুই এক সাময়িক ‘ব্রেক’? উত্তরটা সময়ই বলবে, তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডয়ায় কেটের ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা।