সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে বিরোধের জের ধরে আড়াল ভেঙেছেন সাবেক জনপ্রিয় চিত্রতারকা পপি। তার পরিবারের ভেতরকার অনেক খবর প্রকাশ্যে আসার পর পপি জানিয়েছেন, তিনি আর অভিনয়ে ফিরছেন না।
এই বিষয়ে পপি গণমাধ্যমকর্মীদের বলেছেন, আমার পেশা ছিল অভিনয় করা, কারও সঙ্গে যুদ্ধ করা না। আমি কোনো দিন পার্টি বা আড্ডাবাজি করিনি। আমি কাজের বাইরে পুরোটা সময় পরিবারকে দিয়েছি। কাজ শেষ করেছি, ঘরে চলে এসেছি। কিন্তু সেই পরিবারের সঙ্গেই আমাকে যুদ্ধ করতে হচ্ছে। এটি তো আমি কখনো চাইনি’।
খুব হতাশা নিয়ে কথাগুলো বলার পর পপি জানান, বিয়ে – স্বামী – সন্তান ও সংসার নিয়ে বেশ আছেন তিনি। তার আর অভিনয়ে ফেরার ইচ্ছে নেই।
২০২১ সালের শুরুর দিকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। চলচ্চিত্রের মানুষসহ সাংবাদিকরাও খুঁজে পাননি পপিকে। অবশেষে, স্বামী- সন্তানসহ প্রকাশ্যে এলেন পপি সেই সাথে প্রকাশ্যে এলো পরিবারের সাথে জমিসংক্রান্ত বিরোধ।
মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক করে। এরপরেই একে একে অসংখ্য সিনেমায় অভিনয় করেন এই চিত্রনায়িকা।