আইনি ঝামেলা মিটিয়ে ২৬ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’। মূল দৈর্ঘ্য ৩ ঘণ্টা ২১ মিনিট থেকে ৮ মিনিট বাড়িয়ে ওটিটি-তে রিলিজ পাবে ছবিটি।
বিশ্ব বক্স অফিসে ৯০০ কোটির বেশি ব্যবসা করে ‘অ্যানিমেল’। তবে ডিজিটাল রিলিজের কয়েক দিন আগে ছবিটিকে পড়তে হয়েছিল আইনি জটিলতায়। জানা যায়, ‘অ্যানিমেল’ থেকে হওয়া ৩৫ শতাংশ লাভ ভাগাভাগি হবে দুই প্রযোজনা সংস্থার মধ্যে কিন্তু টি-সিরিজ সেই চুক্তি ভঙ্গ করলে, হাইকোর্টে মামলা করেন আরেক প্রযোজনা সংস্থা সিনে ওয়ান স্টুডিওজ।
তবে আইনি জটিলতা খুব বেশি না বাড়িয়ে নিজেদের মধ্যেই ঝামেলা মিটিয়ে নেন টি-সিরিজ ও সিনে ওয়ান স্টুডিওজ। ২২ জানুয়ারি দুই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি ও অমিত সিব্বাল এ বিষয়টি নিশ্চিত করেন।